আবুধাবিতে রুশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মার্কিন সেনা সচিব ড্রিসকোল
মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকোল আবুধাবিতে সোমবার থেকে দুইদিনব্যাপী রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বলে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সর্বশেষ উদ্যোগ হিসেবে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে কথা বলা ওই মার্কিন কর্মকর্তা জানান, ড্রিসকোলের আলোচনা মঙ্গলবারও চলবে। রুশ প্রতিনিধিদলে কারা থাকছেন তা স্পষ্ট নয়।
তিনি আরও জানান, আবুধাবিতে অবস্থানকালে ড্রিসকোল ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিক সাড়া দেয়নি।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি দোদুল্যমান অবস্থায় রয়েছে। আগস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের তড়িঘড়ি আয়োজন করা আলাস্কা বৈঠক ওয়াশিংটনের বহু রুশ দাবি মেনে নেওয়ার আশঙ্কা বাড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত বৈঠকটি রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের চাপই আরও বাড়িয়েছে।
মার্কিন প্রশাসনের সর্বশেষ শান্তি প্রস্তাব মার্কিন সরকার, কিয়েভ ও ইউরোপের অনেককেই বিস্মিত করেছে। এছাড়া নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে যে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে মস্কোর পক্ষে ঝুঁকে থাকা একটি চুক্তি মানতে চাপ দিতে পারে।
পরিকল্পনাটি অনুযায়ী, ইউক্রেনকে আরও ভূখণ্ড ছাড়তে হবে, সামরিক সক্ষমতার রাশ টানতে হবে এবং কখনো ন্যাটোতে না যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে; কিয়েভ এই দাবিকে আত্মসমর্পণের শামিল বলে দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে আসছে। এ প্রস্তাব ইউরোপের রাশিয়া-সংক্রান্ত বৃহত্তর নিরাপত্তা উদ্বেগও কমাতে পারবে না।
অপ্রত্যাশিত এই মার্কিন উদ্যোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ বাড়িয়েছে।
দুর্নীতির কেলেঙ্কারিতে তার দুই মন্ত্রী বরখাস্ত হওয়ায় যুদ্ধ শুরুর পর থেকে তিনি এখন সবচেয়ে নাজুক অবস্থায় আছেন। এদিকে রাশিয়া যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে।
