কিংবদন্তি ফ্রেডি মার্কারির সম্মানে বিশেষ মুদ্রা উন্মোচন; নকশায় তার চিরচেনা ভঙ্গি ও চার-অক্টেভের রেঞ্জ
কিংবদন্তি 'কুইন' তারকা ও ব্রিটিশ সংগীতশিল্পী ফ্রেডি মার্কারির সম্মানে নতুন স্মারক মুদ্রা উন্মোচন করেছে যুক্তরাজ্যের রয়্যাল মিন্ট। ইতিহাসের অন্যতম সেরা লাইভ পারফরম্যান্স হিসেবে স্বীকৃত 'লাইভ এইড' কনসার্টে তার অবিস্মরণীয় পারফরম্যান্সের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই মুদ্রাটি ছাড়া হয়েছে।
মুদ্রাটির নকশায় ফুটিয়ে তোলা হয়েছে মঞ্চে গান গাওয়ার মুহূর্তে ফ্রেডি মার্কারির সেই চিরচেনা ভঙ্গি—মাথা পেছনে হেলানো; হাতে মাইক্রোফোন স্ট্যান্ড। মুদ্রাটির কিনারা জুড়ে রয়েছে একটি মিউজিক্যাল স্টাফ, যা তার চার-অক্টেভের অবিশ্বাস্য ভোকাল রেঞ্জের প্রতীক।
গত সপ্তাহে ওয়েলসে রয়্যাল মিন্টের কার্যালয়ে ফ্রেডি মার্কারির বোন কাশমিরা বুলসারা প্রথম মুদ্রাটি উন্মোচন করেন।
কাশমিরা বুলসারা বলেন, 'ফ্রেডি খুব অল্প বয়সে মারা যাওয়ায় সংগীতে অবদানের জন্য কোনো রাজকীয় পদক পাওয়ার সুযোগ হয়নি। তাই এভাবে একটি রাজকীয় মুদ্রার মাধ্যমে সম্মানিত হওয়াটা চমৎকার একটি বিষয়।'
তিনি আরও বলেন, 'এই নকশাটি অত্যন্ত আকর্ষণীয়। মুদ্রাটি তার আবেগ এবং সংগীতের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে দেওয়া আনন্দকে নিখুঁতভাবে তুলে ধরেছে।'
রয়্যাল মিন্টের স্মারক মুদ্রা বিভাগের পরিচালক রেবেকা মরগান জানান, ফ্রেডি মার্কারিকে নিয়ে একটি মুদ্রা তৈরির জন্য ভক্তদের অনুরোধ দীর্ঘদিনের।
তিনি বলেন, 'লাইভ এইড' কনসার্টের ৪০ বছর পূর্তি হওয়ায় আমাদের মনে হয়েছে, এটিই সঠিক সময়।' এ বছরটি মার্কারির প্রথম একক অ্যালবাম 'মিস্টার ব্যাড গাই'-এর ৪০ বছর পূর্তি হিসেবেও তাৎপর্যপূর্ণ।
১৯৯১ সালে মাত্র ৪৫ বছর বয়সে এইডস পজিটিভ হওয়ার কথা জনসমক্ষে ঘোষণার মাত্র একদিন পর মারা যান ফ্রেডি। এর আগেও রয়্যাল মিন্ট ডেভিড বোয়ি, জর্জ মাইকেল এবং পল ম্যাককার্থির মতো সংগীত কিংবদন্তিদের স্মরণে বিশেষ মুদ্রা তৈরি করেছে।
মঙ্গলবার থেকে রয়্যাল মিন্টের ওয়েবসাইটে মুদ্রাগুলো বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে। ৫ পাউন্ড মূল্যের একটি সাধারণ মুদ্রার দাম রাখা হয়েছে ১৮ দশমিক ৫০ পাউন্ড। অন্যদিকে, ২ আউন্স ওজনের একটি সোনার মুদ্রার দাম ৯ হাজার ৩৫০ পাউন্ড।
রয়্যাল মিন্ট জানিয়েছে, এই মুদ্রার একটি বিশেষ সোনার সংস্করণ 'মার্কারি ফিনিক্স ট্রাস্ট'-এ দান করা হবে।
এই দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রেডি মার্কারির স্মৃতিতে; এটি এইডস ও এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের জন্য তহবিল সংগ্রহ করে থাকে।
