আত্মপ্রকাশের দিনই মঞ্চে মুখ থুবড়ে পড়ল বহু প্রতীক্ষিত রাশিয়ান হিউম্যানয়েড রোবট
রাশিয়ার মস্কোতে মঙ্গলবার (১১ নভেম্বর) প্রথমবারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত হিউম্যানয়েড একটি রোবটের। কিন্তু বহুল প্রতীক্ষিত রাশিয়ার এ প্রচেষ্টা মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই ব্যর্থতায় পর্যবসিত হয়। খুব অল্প সময় দাঁড়িয়ে থাকার পর রোবটটি মঞ্চেই মুখ থুবড়ে পড়ে যায়৷
এরপর দ্রুতই আয়োজকরা রোবটটিকে সরিয়ে নেন। প্রায় ৫০ জন সাংবাদিকের সামনে প্রদর্শনীটি আড়াল করতে তড়িঘড়ি করে কালো পর্দা টেনে দেওয়া হয়।
আত্মপ্রকাশের পর এআইডল নামের এ অ্যানথ্রোপোমরফিক রোবটটি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানানোর পরই ভারসাম্য হারিয়ে পড়ে যায়৷ হিউম্যানয়েড এআই রোবটের প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে প্রবেশের ক্ষেত্রে রাশিয়ার জন্য এ ঘটনা নিঃসন্দেহে অশুভ সূচনা৷
আয়োজকরা এক বিবৃতিতে জানান, 'রোবটটি কোনো সরকারি উদ্যোগ বা বড় কোনো করপোরেশনের অর্থায়নেও তৈরি হয়নি৷ বরং ১৪ সদস্যের একটি ছোট দল, যারা কয়েক বছর ধরে নিজেদের অর্থে, বাইরের বিনিয়োগ ছাড়া এটি তৈরি করেছে। এ কাজ ছোট হলেও আমরা বিশ্বাস করি, এটি রাশিয়ার সবচেয়ে অগ্রসর উদ্যোগগুলোর মধ্যে একটি এবং আন্তর্জাতিক পর্যায়ের বহু শীর্ষ প্রকল্পের সমতুল্য বা তাদের থেকে এগিয়ে৷
ইভেন্টে উপস্থিত সাংবাদিকদের বরাতে আয়োজকরা জানান, রোবটের সমস্যাটি ক্যালিব্রেশন ও লাইটিং–সংক্রান্ত ত্রুটির কারণে হয়েছে। তারা আরও জানায়, এ ঘটনা অত্যাধুনিক প্রযুক্তি বিকাশের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
এর আগে রোবটটির ডেভেলপাররা প্রকল্পটির ওয়েবসাইটে উল্লেখ করেছেন, এআই-চালিত এ মেশিনটি হাঁটাচলা করতে পারে, বস্তু ধরতে ও নড়াচড়া করতে পারে এবং মানুষের সঙ্গে যোগাযোগও করতে পারে। ফলে অটোমোটিভ শিল্প, চিকিৎসা সেবা থেকে বিনোদন- বহু খাতে এটি অসাধারণ ভূমিকা রাখতে পারবে৷
বর্তমানে বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠান- স্টার্টআপ থেকে শুরু করে প্রযুক্তি জায়ান্টরা হিউম্যানয়েড রোবট বাণিজ্যিকভাবে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ২০২৪ সালে হিউম্যানয়েড রোবট প্রযুক্তিতে বিনিয়োগ ১.৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে৷
