সরকারি শাটডাউন: যুক্তরাষ্ট্রে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল, যাত্রায় বিলম্ব
সরকারি শাটডাউনের সময় এয়ারলাইনগুলোকে ফ্লাইট চলাচল কমাতে বাধ্য করার নতুন নির্দেশনার প্রথম দিনেই শুক্রবার ৫,০০০-এর বেশি মার্কিন ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। খবর বিবিসি'র।
ঐতিহাসিক ফেডারেল তহবিল সংকটের মধ্যে বেতন ছাড়াই কাজে যোগ দেওয়া এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার এবং অন্যান্য ফেডারেল কর্মীদের ওপর চাপ কমানোর জন্য দেশটির ৪০টি বৃহত্তম বিমানবন্দরে শুক্রবার থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা গুরুত্বপূর্ণ সরকারি ব্যয়সংক্রান্ত বিল নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ বা 'শাটডাউন' শুরু হয় গত ১ অক্টোবর থেকে।
গত মাসে শাটডাউন শুরু হওয়ার পর থেকে অত্যাবশ্যকীয় কর্মীরা সংসার চালানোর জন্য অসুস্থতার কথা বলে ছুটি নিচ্ছেন বা অন্য কাজ করছেন।
কর্মী স্বল্পতা মোকাবিলায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ফ্লাইট ৪ শতাংশ কমানোর জন্য একটি জরুরি আদেশ জারি করেছে। পরিস্থিতি এভাবে চলমান থাকলে আগামী সপ্তাহে ১০ শতাংশ ফ্লাইট কমানো হতে পারে।
এফএএ-এর মতে, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো এবং ওয়াশিংটন ডিসি-র মতো প্রধান ভ্রমণ কেন্দ্রগুলোকে প্রভাবিত করা এই নির্দেশনাটি এমন সময়ে এলো, যখন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলাররা কর্মী স্বল্পতার কারণে ক্লান্তি বোধ করার কথা জানাচ্ছেন— যদিও তারা মার্কিন আকাশপথ যাত্রীদের জন্য নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন।
মূল কেন্দ্রবিন্দুতে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলাররা
অত্যাবশ্যকীয় কর্মী হওয়ায়, শাটডাউনের সময় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হচ্ছে। এদিকে চলমান 'শাটডাউন' যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনে পরিণত হয়েছে।
কর্মচারী ইউনিয়নগুলো জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে বেতন ছাড়া কাজ করার ফলে অনেকেই মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছেন এবং অন্যেরা সংসার চালানোর জন্য দ্বিতীয় চাকরি নিতে বাধ্য হচ্ছেন।
পরিবহন সচিব শন ডাফি শুক্রবার বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে মেনে চলতে হয় এমন আন্তর্জাতিক চুক্তির কারণে ফ্লাইট কমানোর এই নির্দেশনা এখনও আন্তর্জাতিক ভ্রমণকে প্রভাবিত করেনি।
তবে বিমানবন্দরে এই বিশৃঙ্খলা হয়তো সবে শুরু। ডাফি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি সরকারি শাটডাউন চলতে থাকে এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলাররা কাজে অনুপস্থিত থাকেন, তাহলে ফ্লাইট বাতিলের পরিমাণ ২০ শতাংশে পৌঁছাতে পারে।
আরও পড়ুন: কেন শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার? কোন কোন সেবা বন্ধ থাকবে?
ন্যাশনাল এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিক ড্যানিয়েলস বলেছেন, এই রাজনৈতিক অচলাবস্থায় কন্ট্রোলারদের রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি সিএনএনকে বলেন, 'আমরা জানি সমস্যা আরও বাড়বে। এটি আরও ভয়াবহ হবে এবং আমেরিকার ভ্রমণকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা কিছু করা দরকার, আমরা তার পাশে শতভাগ আছি।'
ড্যানিয়েলস বলেন, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলাররা কাজে যোগ দেবেন এবং 'তাদের দায়িত্ব পালন করে যাবেন'।
তিনি বলেন, 'আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করব, কিন্তু যা আমরা করতে পারি না তা হলো হঠাৎ করে নিজেদের পকেটে টাকা আনা। সরকার চালু করার জন্য আমাদের কংগ্রেসকে প্রয়োজন।'
বিমান ভ্রমণ ছাড়াও এই শাটডাউন যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকট সৃষ্টি করেছে। যার মধ্যে খাদ্য সহায়তা কর্মসূচির জন্য তহবিল বন্ধ হয়ে যাওয়া অন্যতম।
মার্কিন বিমানবন্দরগুলোতে দীর্ঘ লাইন
জরুরি আদেশ কার্যকর হওয়ার পর শুক্রবার বিমানবন্দরগুলোর ফ্লাইট স্ট্যাটাস বোর্ডে দেখা গেছে বিভিন্ন ফ্লাইট বাতিলের নোটিশ।
নির্দেশনার কারণে অভ্যন্তরীণ ফ্লাইটে বড় ধাক্কা লাগে। ডেল্টা, ইউনাইটেড এবং আমেরিকান এয়ারলাইনসসহ অনেক বিমান সংস্থা তাদের ফ্লাইট প্রভাবিত না হলেও পুনরায় বুকিং, ফ্লাইট পরিবর্তন-ফি মওকুফ বা সম্পূর্ণ অর্থ ফেরতের প্রস্তাব দিয়েছে।
জো সুলিভান বলেন, তিনি জর্জিয়ার আটলান্টার উদ্দেশ্যে তার ফ্লাইট বাতিলের বিজ্ঞপ্তি পাওয়ার সময় ওয়াশিংটন ডিসির রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের দিকে উবারে যাচ্ছিলেন। তিনি তার চাচাতো ভাইয়ের বিয়েতে যাচ্ছিলেন। সেই শহরের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রায়শই বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে উল্লেখ করা হয় এবং এটি ডেল্টা এয়ারলাইনসের একটি কেন্দ্র। এটি সেই ৪০টি বিমানবন্দরের মধ্যে একটি ছিল যা মার্কিন সরকার ফ্লাইট কমানোর জন্য নির্বাচন করেছিল।
সুলিভান বলেন, 'শেষ পর্যন্ত আমাকে পুনরায় বুকিং দেওয়া হয়েছে, কিন্তু তা পরের দিন ১২ ঘণ্টারও বেশি পরের একটি ফ্লাইটে।' তিনি মনে করেন, অনুষ্ঠানের দুই ঘণ্টা আগে অবতরণ করে হয়তো তিনি বিয়েতে যোগ দিতে পারবেন। তবে অন্যান্য পরিকল্পিত কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না। তিনি আরও বলেন, 'আমি আজ রাতে সেখানে পরিবারের সাথে দেখা করার আশা করেছিলাম, তাই সেই দিক থেকে এটি একটি বিশাল অসুবিধা। আমি এখন শুধু বাড়ি গিয়ে সোফায় বসে কালকের ফ্লাইটের জন্য অপেক্ষা করতে পারি।'
বিমানবন্দরে কেউ কেউ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অন্য উপায় খুঁজছিলেন। এক নারী বিবিসিকে বলেন, তার এক ঘণ্টার ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি ৩০০ ডলারে একটি ট্রেনের টিকিট কিনেছেন— যে ভ্রমণে তার সাত ঘণ্টা সময় লাগবে।
আগে থেকেই কর্মী স্বল্পতার কারণে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলাররা যখন চাপের মধ্যে, তখন বেতন ছাড়া কাজ করাটা আদর্শ নয় বলে মনে করেন যাত্রী বেন সসেদা। তিনি বলেন, 'আমি যখনই উড়ে যাই, আমার জীবন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের হাতে তুলে দিই। তারা অসাধারণ... কিন্তু এখন আমি আমার জীবন এমন লোকদের হাতে তুলে দিচ্ছি যারা বেতন পাচ্ছে না, এবং এটি তাদের ওপর একটি চাপ সৃষ্টি করে; যখন তারা তাদের পরিবারকে কীভাবে খাওয়াবে তা বের করার চেষ্টা করছে।'
তিনি আরও বলেন, 'আমরা তাদের কাছে সেরাটা আশা করছি, আমাদের রক্ষা করার জন্য। তাদের ওপর যে চাপ দেওয়া হচ্ছে তা অবিশ্বাস্যভাবে কঠিন। সরকারের এই সমস্যার সমাধান করা দরকার।'
শাটডাউন কবে শেষ হবে?
৩৮ দিন ধরে চলা এই শাটডাউন কবে শেষ হবে তা এখনও স্পষ্ট নয়। তবে ক্যাপিটল হিলে কংগ্রেস সদস্যদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
শাটডাউনের প্রথম কয়েক সপ্তাহ রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তেমন কোনো আলোচনা হয়নি। এখন আলোচনা চলছে এবং উভয় পক্ষই মনে করছে, একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।
শুক্রবার ডেমোক্র্যাটরা একটি সম্ভাব্য তহবিল বিলের প্রস্তাব দিয়েছে। তবে রিপাবলিকানদের সমর্থন না থাকায় এটি পাস হওয়ার সম্ভাবনা কম। সিনেটে কোনো তহবিল বিল পাস করার জন্য মোট ৬০টি ভোটের প্রয়োজন। সিনেট ৫৩ জন রিপাবলিকান ও ৪৭ জন ডেমোক্র্যাটে বিভক্ত।
শাটডাউন শুরু হওয়ার পর থেকে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট 'শাটডাউন' থেকে বের হয়ে আসার জন্য বারবার একটি স্বল্পমেয়াদী তহবিল বিল পাসের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
নিম্ন আয়ের আমেরিকানদের জন্য স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানোর বিষয়ে রিপাবলিকানরা সম্মত না হওয়া পর্যন্ত ডেমোক্র্যাটরা এই স্বল্পমেয়াদী পদক্ষেপে সমর্থন দিতে অস্বীকার করেছে। রিপাবলিকানরা এর বিরোধিতা করে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সম্পর্কহীন নীতিগত অগ্রাধিকারের জন্য সরকারকে জিম্মি করার অভিযোগ এনেছে।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন [চেম্বারের শীর্ষ রিপাবলিকান] শুক্রবার সাংবাদিকদের বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সপ্তাহের শেষেও কাজ চলবে। তিনি বলেন, ভোট দেওয়ার জন্য কোনো আইন আনা হলে যেন সিনেটররা শহরেই থাকেন— সে নির্দেশনা দেওয়া হয়েছে।
শাটডাউন শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশন বন্ধ রয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটের ফিলিবাস্টার নিয়ম বাতিল করে শাটডাউন শেষ করার পরামর্শ দিতে শুরু করেছেন। এটি একটি দীর্ঘস্থায়ী নিয়ম, যাতে বেশিরভাগ আইন অনুমোদনের জন্য ১০০ সদস্যের মধ্যে মাত্র ৬০ জনের প্রয়োজন হয়।
এই নিয়মটি সরিয়ে দিলে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই একটি তহবিল বিল পাস করতে পারবে।
কিন্তু ডেমোক্র্যাট বা রিপাবলিকান কোনো দলেরই খুব কম সিনেটর প্রেসিডেন্টের এই প্রস্তাবকে সমর্থন করেন।
তবে এটি ট্রাম্পকে শুক্রবার আবারও ফিলিবাস্টার শেষ করার জন্য চাপ দেওয়া থেকে বিরত রাখতে পারেনি।
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, 'ডেমোক্র্যাট শাটডাউন শেষ করার জন্য একটি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত মার্কিন সিনেটেরদের শহর ছাড়া উচিত নয়। যদি তারা একটি চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে রিপাবলিকানদের উচিত ফিলিবাস্টারটি অবিলম্বে বাতিল করা এবং আমাদের মহান আমেরিকান কর্মীদের যত্ন নেওয়া।'
