ভিয়েনায় ক্যাথেড্রালে ঘুরতে গিয়ে মানুষের খুলি চুরি, ৬০ বছর পর ফিরিয়ে দিলেন জার্মান পর্যটক
পার্সেল খুলতেই ভেতরে পাওয়া গেল একটি মানুষের মাথার খুলি! ভিয়েনার সেন্ট স্টিফেন ক্যাথেড্রালের ডাকযোগে একটি পার্সেল খুলে মানবখুলি দেখে হতবাক হয়ে যান আর্কাইভ কর্মকর্তা ফ্রান্ৎস জেহেটনার।
'এটা তো কেউ কল্পনাও করবে না,' বলেন তিনি।
তবে খুলিটির সঙ্গে থাকা একটি চিঠি পুরো রহস্যের জট খুলে দেয়। চিঠিটি পাঠান জার্মানির এক ব্যক্তি। প্রায় ৬০ বছর আগে তারুণ্যের ঝোঁকে তিনি গির্জার ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র থেকে খুলিটি চুরি করেছিলেন। জীবনের শেষবেলায় এসে অনুশোচনায় ভুগে তিনি সেটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন।
চিঠিতে তিনি লেখেন, সেন্ট স্টিফেন ক্যাথেড্রালের নিচে অবস্থিত ক্যাটাকোম্বে ঘুরতে গিয়ে খুলিটি নিয়ে যান তিনি। অষ্টাদশ শতকে সমাহিত হওয়া প্রায় ১১ হাজার মানুষের দেহাবশেষ রয়েছে এই সমাধিক্ষেত্রে।
ক্যাথেড্রালের আর্কাইভিস্ট ফ্রানৎস জেহেটনার বলেন, 'বিষয়টি জানার পর মনে হয়েছে, কেউ তার তরুণ বয়সের এক বোকামির জন্য এত বছর পরও অনুতপ্ত হতে পারে, এটা সত্যিই প্রশংসনীয়।'
'এতগুলো বছর ধরে খুলিটি অবহেলায় ফেলে না দিয়ে সযত্নে সংরক্ষণ করার বিষয়টিও আমাদের অবাক করেছে,' বলেন তিনি।
তবে খুলিটি কার, তা শনাক্ত করা সম্ভব হয়নি। খুলিটি এখন গির্জার সমাধিক্ষেত্রে যথাযথ মর্যাদায় পুনরায় সমাহিত করা হয়েছে।
উল্লেখ্য, সেন্ট স্টিফেনস ক্যাথেড্রালের এই সমাধিক্ষেত্রে মূলত অষ্টাদশ শতকের মানুষের দেহাবশেষ রাখা হয়েছিল। তবে তারও আগে ভিয়েনার বিভিন্ন অভিজাত পরিবারের সদস্যদের এখানে সমাহিত করার নজির রয়েছে।
