ভিয়েনায় ক্যাথেড্রালে ঘুরতে গিয়ে মানুষের খুলি চুরি, ৬০ বছর পর ফিরিয়ে দিলেন জার্মান পর্যটক
পার্সেলে পাঠানো খুলিটির সঙ্গে থাকা একটি চিঠি পুরো রহস্যের জট খুলে দেয়। চিঠিটি পাঠান জার্মানির এক ব্যক্তি। জীবনের শেষবেলায় এসে অনুশোচনায় ভুগে তিনি ৬০ বছর আগে চুরি করা খুলিটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন।
