ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় গ্রিন কার্ড ছিঁড়েছিলেন সাহিত্যে নোবেলজয়ী সোয়েনকা; ট্রাম্প করলেন তার ভিসা বাতিল
নাইজেরিয়ার নোবেল বিজয়ী সাহিত্যিক ওলে সোয়েনকার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। মঙ্গলবার লাগোসের কঙ্গিস হারভেস্ট গ্যালারিতে এক অনুষ্ঠানে তিনি নিজেই বিষয়টি জানান।
গত বছর তাকে এই নন-ইমিগ্র্যান্ট [অ-অভিবাসী] ভিসা দেওয়া হয়েছিল। সোয়েনকাকে বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে যেতে চাইলে নতুন করে ভিসার জন্য আবেদন করতে পারেন।
১৯৮৬ সালে প্রথম আফ্রিকান হিসেবে সাহিত্যে নোবেল জিতেন এই সাহিত্যিক। ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে এই নোবেলজয়ী আমেরিকার আইভি লিগ বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষকতা করে আসছেন।
৯১ বছর বয়সী এই লেখক ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রতিবাদে নিজের মার্কিন গ্রিন কার্ড ছিঁড়ে ফেলেন এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি ত্যাগ করেন।
অনুষ্ঠানে সোয়েনকা গত ২৩ অক্টোবর লাগোসের স্থানীয় মার্কিন কনস্যুলেট থেকে পাঠানো একটি নোটিশ পাঠ করে সবাইকে শোনান। সেখানে তাকে তার পাসপোর্টসহ কনস্যুলেটে উপস্থিত হতে বলা হয়েছে, যাতে তার ভিসাটি বাতিল করা যায়।
সোয়েনকা তার স্বভাবসুলভ রসিকতায় চিঠিটিকে একটি 'বেশ মজাদার এক প্রেমপত্র' বলেও আখ্যা দেন।
চিঠির অংশবিশেষ তিনি এভাবে পড়ে শোনান: 'আমরা অনুরোধ করছি আপনি আপনার ভিসাটি লাগোসের মার্কিন কনস্যুলেট জেনারেলে নিয়ে আসুন যাতে এটি সরাসরি বাতিল করা যায়। সাক্ষাতের সময় নির্ধারণের জন্য অনুগ্রহ করে—ইত্যাদি ইত্যাদি—সাক্ষাতের আগেই ই-মেইল করুন।'
ল্যাপটপ বন্ধ করতে করতে দর্শকদের সঙ্গে রসিকতা করে সোয়েনকা বলেন, এই অনুরোধ পালন করার মতো সময় তার হাতে নেই।
তিনি বলেন, 'আমি এমন মানুষ পছন্দ করি যাদের রসবোধ আছে, এবং আমার সারাজীবনে পাওয়া সবচেয়ে মজাদার বাক্য বা অনুরোধগুলোর মধ্যে এটি একটি।'
মজার ছলে তিনি আরও বলেন, 'আপনাদের মধ্যে কেউ কি আমার জায়গায় স্বেচ্ছায় যেতে চান? আমার হয়ে পাসপোর্টটি নিয়ে যাবেন? আমি একটু ব্যস্ত আছি।'
মঙ্গলবার অনুষ্ঠানে সোয়েনকা যদিও পুরো বিষয়টি নিয়ে বেশ মজা করছিলেন, তবে তিনি ইঙ্গিত দেন যে ভিসা বাতিলের কারণে তিনি সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে যারা তাকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছিলেন, তাদের উদ্দেশে সোয়েনকা বলেন, 'আমার কোনো ভিসা নেই, এটা স্পষ্ট যে আমাকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে এবং যদি আপনারা আমার সঙ্গে দেখা করতে চান, তবে আমাকে কোথায় পাওয়া যাবে তা আপনারা জানেন।'
'আমি এখানকার কনস্যুলেট এবং আমেরিকানদের আশ্বস্ত করতে চাই যে, আমার ভিসা বাতিল হওয়ায় আমি খুবই সন্তুষ্ট', যোগ করেন তিনি।
অতীতে উগান্ডার সামরিক শাসক ইদি আমিনকে নিয়ে লেখার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি কৌতুক করে আরও বলেন, 'হয়তো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি নাটক লেখার সময়ও হয়েছে।'
তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে নাইজেরিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত জুলাই মাসে নাইজেরিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছিল যে, এখন থেকে নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদনকারী নাইজেরিয়ানদের তিন মাস মেয়াদি 'সিঙ্গেল-এন্ট্রি' ভিসা দেওয়া হবে। এর আগে তারা পাঁচ বছর পর্যন্ত মেয়াদি 'মাল্টিপল-এন্ট্রি' ভিসা পেতেন।
