‘জেন-জি’ বিক্ষোভের মুখে উড়োজাহাজে করে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ও সরকারি কর্মকর্তারা। দেশটির তরুণদের (জেন-জি) নেতৃত্বে চলমান আন্দোলনের মুখে সরকারের পতনের এ ঘটনা ঘটল।
সোমবার (১৩ অক্টোবর) দেশটির পার্লামেন্টের বিরোধী নেতা সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো জানান, সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেওয়ার পর রাজোয়েলিনা রোববার (১২ অক্টোবর) দেশ ত্যাগ করেন।
তিনি আরও জানান, রাজোয়েলিনার বর্তমান অবস্থান সম্পর্কে তারা কিছু জানেন না।
দেশটির প্রেসিডেন্টের দপ্তর আগে জানিয়েছিল, রাজোয়েলিনা সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে পরবর্তীতে এ বিষয়ে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি দপ্তরটি।
সামরিক একটি সূত্র জানায়, রাজোয়েলিনা একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ছাড়েন। ফরাসি গণমাধ্যম আরএফআই জানিয়েছে, তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছিলেন।
সূত্রটি জানায়, রোববার মাদাগাস্কারের সেন্ট মারি বিমানবন্দরে একটি ফরাসি সেনা পরিবহন বিমান অবতরণ করে। এর পাঁচ মিনিট পর একটি হেলিকপ্টার এসে তার যাত্রীকে সেই বিমানের কাছে নিয়ে যায়। সূত্রের দাবি, সেই যাত্রী ছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা।
গত ২৫ সেপ্টেম্বর দেশটিতে পানি ও বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে প্রথম বিক্ষোভ শুরু হয়। তবে দ্রুতই এটি দুর্নীতি, অদক্ষ শাসন ও মৌলিক অধিকারের অভাবের বিরুদ্ধে বৃহত্তর গণঅভ্যুত্থানে রূপ নেয়।