বাংলাদেশে পুশইন করা অন্তঃসত্ত্বা নারীকে চার সপ্তাহের মধ্যে ভারতে ফেরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

বীরভূমের সোনালি বিবি কর্মসূত্রে দিল্লির রোহিণীতে থাকতেন। এবছরের জুন মাসে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালিকে দিল্লির পুলিশ আটক করে পরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
শুক্রবার স্বামী, পুত্রসহ সোনালিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সরকার এই নির্দেশ মুলতুবি রাখার আবেদন করে।হাইকোর্ট সেই আবেদনও খারিজ করে দেয়। চার সপ্তাহের মধ্যে তাদের ভারতে ফেরানোর নির্দেশ দেয় আদালত।
দিল্লিতে পরিচারিকার কাজ করতেন সোনালি। ১৮ জুন বাংলাদেশি সন্দেহে তাকে আটক করে কে এন কাটজু মার্গ থানার পুলিশ। স্বামী, পুত্রসহ সোনালিকে এবং আরো কয়েকজনকে বাংলাদেশে পাঠানো হয়ে। সেখানে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ।
সোনালিদের আইনজীবী আদালতকে তাদের বাড়ির দলিলসহ অন্যান্য কাগজপত্র জমা দেন। সোনালির বাবা কলকাতা হাই কোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেছিলেন। শুক্রবার তারই রায় দেয় আদালত।