কিমেলের প্রত্যাবর্তন: এবিসিকে নতুন মামলার হুমকি ট্রাম্পের, বললেন ‘গতবার ১৬ মিলিয়ন ডলার পেয়েছিলাম’

মঙ্গলবার রাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কনজারভেটিভ কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করার পর এবিসি কর্তৃপক্ষ হোয়াইট হাউস কর্মকর্তাদের জানিয়েছিল যে জিমি কিমেলের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
ট্রাম্প এ দাবি করেন মঙ্গলবার রাতে ট্রুথ সোশালে এক পোস্টে। তবে ওই পোস্টের প্রায় এক ঘণ্টা পরই এবিসিতে 'জিমি কিমেল লাইভ!' পুনঃপ্রচারিত হয়। যদিও তখনও এবিসির সহযোগী স্টেশন সিনক্লেয়ার ও নেক্সস্টার অনুষ্ঠানটি প্রচার থেকে বিরত ছিল।
পোস্টে ট্রাম্প বলেন, 'আমরা এবিসিকে একটু যাচাই করে দেখি। দেখি কী হয়। শেষবার যখন তাদের বিরুদ্ধে গিয়েছিলাম, তারা আমাকে ১৬ মিলিয়ন ডলার দিয়েছিল।' তিনি উল্লেখ করেন, নেটওয়ার্কটি তার মামলা মীমাংসা করেছিল। সেসময় সাংবাদিক জর্জ স্টেফানোপোলাসের মন্তব্যের কারণে এ মামলা লড়তে হয়েছিল।
তিনি আরও লেখেন, 'এবারের ঘটনাটা আরও লাভজনক শোনাচ্ছে। তারা সত্যিকারের পরাজিত দল!'
তবে এবিসি ও তাদের মূল প্রতিষ্ঠান ডিজনির প্রতিনিধিরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে মঙ্গলবার রাতের শোতে কিমেল বলেন, কার্কের হত্যাকাণ্ড নিয়ে তিনি কখনো হালকা মন্তব্য করতে চাননি। তবে তিনি যোগ করেন, 'আমাদের সরকারকে টেলিভিশনে আমরা কী বলব আর কী বলব না, তা নিয়ন্ত্রণ করতে দেওয়া যায় না… আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।'
কিমেল আরও বলেন, ট্রাম্প তাকে বাদ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। 'বরং সে আমাকে আরও লাখ লাখ দর্শক এনে দিয়েছেন' বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, 'এটা ভয়াবহভাবে উল্টো ফল দিয়েছে। এবার হয়তো আমাদের মনোযোগ সরাতে তাকে এপস্টাইন ফাইলস প্রকাশ করতে হবে।'
এছাড়া ট্রাম্পের 'তার অনুষ্ঠানের কোনো রেটিং নেই' মন্তব্যের জবাবে কিমেল বলেন, 'আজ রাতে অবশ্যই আছে।'