ট্রাম্পের জন্য রাস্তায় আটকা পড়লেন মাখোঁ, ফুটপাত থেকেই ফোন মার্কিন প্রেসিডেন্টকে
নিউইয়র্ক শহরের ট্রাফিক জ্যামের বিড়ম্বনা থেকে রেহাই পান না খোদ প্রেসিডেন্টরাও। সোমবার গভীর রাতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বিষয়টি বেশ ভালোভাবেই টের পেলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর যাওয়ার কারণে নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা স্বয়ং মাখোঁকেই রাস্তা পার হতে বাধা দেন।
তবে সাধারণ মানুষের মতো কেবল বিরক্ত হয়েই থেমে থাকেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এই বিড়ম্বনা নিয়ে রসিকতা করতে মাখোঁ ফুটপাতে দাঁড়িয়েই সরাসরি ট্রাম্পকে ফোন করেন।
ঘটনার সময় নিজের প্রতিনিধি দলের সঙ্গে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন ম্যাখোঁ। তখন দৃশ্যত বিব্রত এক পুলিশ কর্মকর্তা তাঁকে বলেন, 'আমি দুঃখিত, মিস্টার প্রেসিডেন্ট, আমি সত্যিই দুঃখিত। এই মুহূর্তে সবকিছু থামিয়ে দেওয়া হয়েছে। একটি গাড়িবহর আসছে।'
উত্তরে রসিকতা করে ম্যাখোঁ বলেন, 'আপনি যদি গাড়িবহরটি না দেখেন, তাহলে আমাকে পার হতে দিন। আমি আপনার সঙ্গে আলোচনা করছি।'
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের বৈঠকের দিকেই ছিল তার এই হালকা রসিকতার ইঙ্গিত।
ব্যারিকেডের সামনে অপেক্ষা করতে বাধ্য হয়ে মাখোঁ তার ফোন বের করে ট্রাম্পকে কল দেন।
ফোনের ওপাশ থেকে ট্রাম্পকে তিনি বলেন, 'ভাবুন তো, আপনার জন্য আমি রাস্তায় আটকে আছি!' এরপর তিনি বলেন, গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প ও কাতারের সঙ্গে একটি সংক্ষিপ্ত আলোচনা করতে চান তিনি।
ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মাখোঁ রাস্তায় হাঁটার সময়ই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। সূত্রটি আরও জানায়, তাদের মধ্যে আলাপচারিতা ছিল উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ এবং এই সুযোগে তারা বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা সেরে নেন।
