ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’, রেকর্ড ২৩ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল গাজা নিয়ে নির্মিত ছবি 'দ্য ভয়েস অফ হিন্দ রজব'। ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি টানা ২৩ মিনিট দর্শকের দাঁড়িয়ে করতালি (স্ট্যান্ডিং ওভেশন) পায়, যা উৎসবের ইতিহাসে নতুন রেকর্ড বলে মনে করা হচ্ছে।
তিউনিসীয় পরিচালক কাউসার বেন হানিয়ার নির্মিত এই চলচ্চিত্রটি ছয় বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের সত্য ঘটনা অবলম্বনে। ২০২৪ সালের জানুয়ারিতে গাজা শহরে আত্মীয়স্বজন ও দুই প্যারামেডিকের সঙ্গে ইসরায়েলি সেনাদের গুলিতে হিন্দ নিহত হয়।
চলচ্চিত্র উৎসবে দীর্ঘ করতালির রীতি থাকলেও 'দ্য ভয়েস অফ হিন্দ রজব'-এর প্রতিক্রিয়া অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে। এর আগে ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবে 'প্যান'স ল্যাবিরিন্থ' ছবিটি ২২ মিনিটের করতালি পেয়েছিল।
প্রদর্শনীর শেষে অভিনেতা মোতাজ মালহিস ফিলিস্তিনি পতাকা নাড়লে দর্শক আবেগে আপ্লুত হন। অনেকেই অশ্রুসিক্ত হয়ে 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দেন। উৎসবের এবারের আসরে এটিই ছিল সবচেয়ে আবেগঘন মুহূর্ত।
গত সপ্তাহে ছবিটির সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন হোয়াকিন ফিনিক্স, রুনি মারা, ব্র্যাড পিট, আলফোনসো কুয়ারোন ও জনাথন গ্লেজারের মতো হলিউড তারকারা। ভেনিসের ফটোসেশনে এবং বুধবারের প্রিমিয়ারে ফিনিক্স ও রুনি মারা উপস্থিত ছিলেন। করতালির সময় ছবির কলাকুশলীরা নিহত হিন্দ রজবের একটি ছবি উঁচু করে ধরেন।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রথমে জানায়, তাদের সেনারা গাড়িটি লক্ষ্যভেদ করার মতো অবস্থানে ছিল না। পরে জানানো হয়, তদন্ত চলছে। তবে তার ফলাফল আর প্রকাশিত হয়নি। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার পর গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
অস্কারেও প্রতিদ্বন্দ্বিতার পথ খুলেছে ছবিটির জন্য। তিউনিসিয়া থেকে ইতোমধ্যেই এটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য জমা দেওয়া হয়েছে। পরিচালক বেন হানিয়ার আগের দুটি ছবি 'ফোর ডটার্স' ও 'দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন'–ও অস্কারে মনোনীত হয়েছিল।
ভেনিসে সংবাদ সম্মেলনে অভিনেত্রী সাজা কিলানি বলেন, 'হিন্দের কণ্ঠ আসলে হাজারো নিহত শিশুর কণ্ঠ। তাদের প্রত্যেকেরই বেঁচে থাকার, স্বপ্ন দেখার ও মর্যাদার সঙ্গে অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকার ছিল।'
শনিবার ভেনিসে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভও অনুষ্ঠিত হয়।