মারা গেছেন ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি

ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও বিলিয়নিয়ার ব্র্যান্ড মালিক জর্জিও আরমানি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। খবর বিবিসি'র।
আরমানি ইতালীয় স্টাইল ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তিনি আধুনিক প্রজন্মের নারী ও পুরুষের পোষাক সামগ্রীকে নতুন আঙ্গিকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন।
শুরুতে কেবল একটি ফ্যাশন প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করলেও 'আরমানি' ব্র্যান্ড পরবর্তীতে সঙ্গীত, ক্রীড়া ও বিলাসবহুল হোটেল খাতে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে। ব্যবসায়ী হিসেবেও তিনি ছিলেন তুমুল জনপ্রিয় ও শ্রদ্ধেয়। তার কোম্পানি প্রতিবছর ২ বিলিয়ন পাউন্ডেরও বেশি আয় করত।
ব্র্যান্ডের ইনস্টাগ্রাম পেইজের এক বিবৃতিতে বলা হয়, 'আরমানি শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। কোম্পানি এবং ভবিষ্যৎ প্রকল্পগুলোতে নিজেকে নিবেদিত করেছিলেন তিনি।'
বিবৃতিতে আরও বলা হয়, 'তিনি শেষ পর্যন্ত অদম্য ছিলেন।'