বিতর্কের 'অবসান': টারান্টিনো নিজেই জানালেন কোনটি তার 'সেরা' সিনেমা
সিনেমার ইতিহাসে অন্যতম বড় এক প্রশ্ন হলো কোয়েন্টিন টারান্টিনোর সেরা সিনেমা কোনটি? 'পাল্প ফিকশন', 'কিল বিল', নাকি 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস'? ভক্তদের মধ্যে এই তর্ক চলে আসছে বহু বছর ধরে। অবশেষে এই বিতর্কে ইতি টানতে মুখ খুললেন স্বয়ং সিনেমার জাদুকর, কোয়েন্টিন টারান্টিনো। শুধু তাই নয়, তিনি তার নিজের সবচেয়ে প্রিয় সিনেমা এবং যে সিনেমাটি বানানোর জন্য তার জন্ম হয়েছিল বলেও মনে করেন, সেই তথ্যও প্রকাশ করেছেন।
সম্প্রতি 'দ্য চার্চ অফ টারান্টিনো' নামের একটি পডকাস্টে ৬২ বছর বয়সী এই কিংবদন্তি পরিচালক তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সেরা কাজগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। আর সেখানেই তিনি এমন কিছু অবাক করা তথ্য দেন, যা তার ভক্তদের জন্য এক বড় চমক।
মাস্টারপিস, প্রিয় সিনেমা এবং যার জন্য জন্ম
টারান্টিনোর মতে, তার বানানো নয়টি সিনেমার মধ্যে সেরা বা তার 'মাস্টারপিস' হলো ২০০৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত ড্রামা 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস'। তবে সেরা হলেও এটি তার সবচেয়ে প্রিয় সিনেমা নয়। ২০১৯ সালে মুক্তি পাওয়া 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' ছবিটিই তার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের।
কিন্তু এখানেই শেষ নয়। টারান্টিনো এরপর এমন একটি সিনেমার কথা বলেন, যেটিকে তিনি তার একান্ত নিজের সৃষ্টি বলে মনে করেন। দুই খণ্ডের মার্শাল আর্ট থ্রিলার 'কিল বিল' সম্পর্কে তিনি বলেন, "আমি মনে করি, 'কিল বিল' হলো আসল কোয়েন্টিন টারান্টিনো সিনেমা। এটা এমন একটা ছবি, যা অন্য কেউ বানাতে পারত না।"
কেন তিনি এমনটা মনে করেন, তার ব্যাখ্যাও দেন তিনি। বলেন, "এই সিনেমার প্রতিটি অংশ, প্রতিটি পরত যেন আমার কল্পনা, আমার সত্তা, আমার ভালোবাসা আর আমার পাগলামির প্রতিটি রক্তাক্ত শিরা-উপশিরা থেকে ছিঁড়ে বের করা হয়েছে। এর সবকিছুই আমার একান্ত নিজের।"
সেরা চিত্রনাট্য ও সেরা পরিচালনা
টারান্টিনো শুধু একজন পরিচালকই নন, তিনি তার সব সিনেমার লেখকও। ১৯৯২ সালের প্রথম সিনেমা 'রেজারভয়র ডগস' থেকে শুরু করে প্রতিটি ছবির চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন। তাই যখন আলোচনা চিত্রনাট্যের দিকে গড়াল, তখনও তিনি তার সেরা কাজগুলো বেছে নিতে দ্বিধা করেননি।
তিনি বলেন, "আমার মনে হয়, 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস'-ই আমার লেখা সেরা চিত্রনাট্য। আর ঠিক তার পরেই থাকবে 'হেটফুল এইট' এবং 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড'।"
তবে সেরা চিত্রনাট্য এক জিনিস, আর সেই চিত্রনাট্যকে পর্দায় ফুটিয়ে তোলা আরেক জিনিস। পরিচালক হিসেবে নিজের কোন কাজটি তার সেরা মনে হয়, সেই প্রশ্নের উত্তরে টারান্টিনো বেছে নেন 'হেটফুল এইট'কে। তিনি ব্যাখ্যা করে বলেন, "হেটফুল এইট-এর একটা বিশেষ দিক হলো, আমি মনে করি, এটা আমার লেখা গল্পের সেরা রূপায়ন। কিল বিলের মতো আমাকে নতুন করে কিছু তৈরি করতে হয়নি। সবকিছু গোছানোই ছিল। তাই পরিচালক হিসেবে নিজের গল্পের প্রতি এটাই আমার সেরা কাজ।"
অবসরের পথে, কিন্তু কেন?
টারান্টিনো অনেক দিন ধরেই বলে আসছেন যে, তিনি ১০টি সিনেমা বানানোর পর অবসরে যাবেন। এই সিদ্ধান্তে তিনি এখনও অটল। এর কারণ হিসেবে তিনি অতীতে বলেছিলেন, "বেশিরভাগ পরিচালকের শেষ সিনেমাগুলো জঘন্য হয়।" তিনি চান না, তার ক্ষেত্রেও তেমনটা হোক।
তবে তার দশম ও শেষ সিনেমা কোনটি হবে, তা নিয়ে তৈরি হয়েছে এক নতুন রহস্য। 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড'-এর সিক্যুয়েল হিসেবে 'দি অ্যাডভেঞ্চারস অফ ক্লিফ বুথ' নামে একটি সিনেমার চিত্রনাট্য তিনি লিখেছেন। যেখানে লিওনার্দো ডি ক্যাপ্রিওর অভিনীত রিক ডাল্টন এবং ব্র্যাড পিটের স্টান্টম্যান ক্লিফ বুথের গল্প আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই সিনেমাটি তিনি নিজে পরিচালনা করছেন না।
এর পরিচালনার দায়িত্ব তিনি তুলে দিয়েছেন আরেক কিংবদন্তি পরিচালক ডেভিড ফিঞ্চারের হাতে, যিনি নেটফ্লিক্সের জন্য এটি নির্মাণ করবেন। টারান্টিনো এখানে শুধু লেখক ও প্রযোজক হিসেবে থাকছেন।
এই সিদ্ধান্তের পেছনে তার যুক্তিও বেশ আকর্ষণীয়। তিনি বলেন, "আমি মনে করি, আমি আর ডেভিড ফিঞ্চারই সেরা দুজন পরিচালক। তাই ডেভিড ফিঞ্চার যখন আমার কাজকে পর্দায় রূপ দিতে চান, তখন এটা আমার কাজের প্রতি এক ধরনের গভীর গুরুত্বের পরিচায়ক। আমার মনে হয়, বিষয়টিকে সেভাবেই দেখা উচিত।"
শেষ সিনেমা নিয়ে যত নাটকীয়তা
তাহলে টারান্টিনোর শেষ সিনেমা কোনটি? পডকাস্টে তিনি জানান, 'দি অ্যাডভেঞ্চারস অফ ক্লিফ বুথ' পরিচালনা না করার একটি বড় কারণ হলো, তিনি তার শেষ সিনেমা হিসেবে কোনো সিক্যুয়েল বানাতে চান না। তার মতে, 'কিল বিল: ভলিউম টু' তার একমাত্র সিক্যুয়েল, যদিও তিনি দুটি খণ্ডকে একটি সিনেমা হিসেবেই দেখেন।
'ক্লিফ বুথ'-এর চিত্রনাট্য নিয়ে তিনি বলেন, "আমি এই স্ক্রিপ্টটা ভালোবাসি, কিন্তু এটা বানাতে গেলে আমাকে সেই পুরোনো পথেই আবার হাঁটতে হবে, যে পথে আমি একবার হেঁটে এসেছি। এটা আমাকে আর উৎসাহিত করছে না। আমার শেষ সিনেমাটার জন্য আমার এমন কিছু দরকার, যেখানে আমি আবার নতুন করে পথ খুঁজব। আমার অজানা পথে হাঁটতে হবে।"
অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, টারান্টিনোর শেষ সিনেমার নাম হবে 'দ্য মুভি ক্রিটিক'। এতে অভিনয় করার কথা ছিল ব্র্যাড পিটের এবং গল্পটি ছিল ১৯৭৭ সালের ক্যালিফোর্নিয়ার এক সমালোচককে নিয়ে। কিন্তু ২০২৪ সালে এসে টারান্টিনো সবাইকে চমকে দিয়ে সেই পরিকল্পনা বাতিল করে দেন।
পডকাস্টে তিনি নিশ্চিত করেন, 'দ্য মুভি ক্রিটিক' তিনি আর বানাচ্ছেন না। কারণ হিসেবে তিনি জানান, সিনেমাটি তার আগের কাজের মতোই হয়ে যাচ্ছিল। তিনি বলেন, "প্রি-প্রোডাকশনের সময় আমি যা লিখেছিলাম, সেটা পর্দায় ফুটিয়ে তুলতে খুব একটা উত্তেজনা পাচ্ছিলাম না। কারণ, এখানে আমি সেই একই কৌশল ব্যবহার করছিলাম, যা আমি 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড'-এ শিখেছিলাম।"
তিনি আরও ব্যাখ্যা করেন, "'ওয়ান্স আপন এ টাইম...' বানানোর সময় আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল—'কীভাবে আমরা সিজিআই (কম্পিউটার গ্রাফিক্স) ছাড়া লস অ্যাঞ্জেলেসকে ১৯৬৯ সালের হলিউডে পরিণত করব?' এটা আমাদের করে দেখাতে হয়েছিল। কাজটা যে আমরা করতে পারব, তার কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু 'দ্য মুভি ক্রিটিক'-এ এমন কোনো চ্যালেঞ্জ ছিল না। আমি মোটামুটি জেনেই গিয়েছিলাম যে, কীভাবে লস অ্যাঞ্জেলেসকে পুরোনো সময়ে ফিরিয়ে নিতে হয়। এটা বড্ড বেশি আমার শেষ সিনেমার মতো হয়ে যাচ্ছিল।"
আপাতত, টারান্টিনো ২০২৬ সালে লন্ডনের ওয়েস্ট এন্ডে একটি নাটক মঞ্চস্থ করার জন্য কাজ করছেন। এরপর তিনি তার সেই বহু প্রতীক্ষিত দশম ও শেষ সিনেমার কাজে হাত দেবেন, যা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। তবে সেই সিনেমা কোনটি হবে, তা এখনও এক বিরাট রহস্য।
