ট্রাম্পের ৫০% শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তে পারে ভারতীয় মসলার দাম

যুক্তরাষ্ট্রে রান্নায় ব্যবহৃত নানা ধরনের মসলা এখন আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। কারণ, ভারতের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কের ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছে একটি মার্কিন বাণিজ্য সংগঠন।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটি ভারত থেকে ৪১০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মসলা আমদানি করেছে।
মার্কিন স্পাইস ট্রেড অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক লরা শুমো এক বিবৃতিতে জানান, দারুচিনি, গোলমরিচ, জয়ফল, লবঙ্গসহ অনেক গুরুত্বপূর্ণ মসলা গরম আবহাওয়ায় জন্মায়। ফলে যুক্তরাষ্ট্রে এসব মসলা চাহিদার পরিমাণে উৎপাদন সম্ভব নয়।
তিনি বলেন, 'মসলা শিল্পসহ বিভিন্ন খাত এখন প্রেসিডেন্ট ট্রাম্পের একাধিক দেশের সঙ্গে শুরু করা বাণিজ্যযুদ্ধের সম্ভাব্য খরচ হিসাব করতে শুরু করেছে। এর ফলে মার্কিন কোম্পানিগুলোর মুনাফা হ্রাস পেতে পারে কিংবা ভোক্তাদের পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ হতে পারে।'
গত জুনের শেষ দিকে মশলার বিখ্যাত ব্র্যান্ড ম্যাককরমিকের কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতির কারণে তাদের বার্ষিক ক্ষতি হতে পারে ৯০ মিলিয়ন ডলার পর্যন্ত।
লরা শুমো বলেন, 'এই ধরনের শুল্ক—বিশেষ করে চলতি সপ্তাহে ঘোষিত নতুন শুল্কগুলো—যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে কিংবা কর্মসংস্থান সৃষ্টি করতে মোটেও সহায়ক নয়। বরং এগুলো খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান, রেস্তোরাঁ এবং শেষ পর্যন্ত সাধারণ মার্কিন ভোক্তাদের ওপর অপ্রয়োজনীয় আর্থিক চাপ সৃষ্টি করছে।'
তিনি আরও জানান, ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় ট্রাম্প প্রশাসন এমন কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড়ের সুযোগ রেখেছিল, যেগুলো যুক্তরাষ্ট্রে প্রাকৃতিকভাবে উৎপাদন হয় না কিংবা সহজলভ্য নয়। স্পাইস ট্রেড অ্যাসোসিয়েশনের আশা, অন্যান্য দেশের সঙ্গেও ভবিষ্যতের চুক্তিতে একই ধরনের শুল্ক ছাড়ের কাঠামো থাকবে।
লরা শুমো বলেন, 'আমরা বিশ্বাস করি, সুপরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের মসলা শিল্প ও অন্যান্য ব্যবসাকে সহায়তা করতে পারে, একই সঙ্গে সাধারণ পরিবারের বাজার খরচ সহনীয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'