‘পিএইচডি পর্যায়ের দক্ষতা’ নিয়ে এল ওপেনএআইয়ের নতুন এআই মডেল জিপিটি-৫

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের বহুল প্রত্যাশিত নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট 'জিপিটি-৫' উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, মডেলটি আগের তুলনায় আরও বেশি বুদ্ধিমান, দ্রুত এবং কার্যকর—এমনকি এটি পিএইচডি পর্যায়ের দক্ষতাও দেখাতে সক্ষম।
গেল বৃহস্পতিবার উদ্বোধনের আগে ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, জিপিটি-৫-এর মতো কিছু অতীতে কল্পনাও করা যেত না। এটি চ্যাটজিপিটিকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে।
প্রোগ্রামিং ও লেখালেখির মতো ক্ষেত্রে পিএইচডি পর্যায়ের দক্ষতার দাবি নিয়ে আসা জিপিটি-৫-এর আগমন এমন সময়ে, যখন বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সর্বাধুনিক এআই চ্যাটবট তৈরির প্রতিযোগিতায় নেমেছে।
যদিও, গত মাসে নিজস্ব এআই চ্যাটবট 'গ্রোক'-এর নতুন সংস্করণ উন্মোচনের সময় ইলন মাস্কও বলেছিলেন, এটি 'সবকিছুর ক্ষেত্রেই পিএইচডি স্তরের চেয়েও ভালো' এবং বিশ্বের 'সর্বোত্তম এআই'।
অন্যদিকে, ওপেনএআই প্রধান অল্টম্যান বলেছেন, নতুন মডেলটি আগের তুলনায় কম 'হ্যালুসিনেশন' করবে—অর্থাৎ ভুল বা কল্পিত উত্তর দেবে না এবং ব্যবহারকারীদের বিভ্রান্ত করার প্রবণতাও থাকবে কম।
জিপিটি-৫ মডেলটিকে এখন বিশেষভাবে প্রোগ্রামারদের সহকারী হিসেবে তুলে ধরছে ওপেনএআই। এই ক্ষেত্রে অন্যান্য মার্কিন এআই ডেভেলপারদের সঙ্গেও প্রতিযোগিতায় নেমেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে অ্যানথ্রপিক, যাদের চ্যাটবট 'ক্লড কোড'-এর লক্ষ্যও একই বাজার।
ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫ এখন পুরোপুরি একটি সফটওয়্যার তৈরি করতে সক্ষম এবং এর যুক্তিশক্তি আগের চেয়ে অনেক উন্নত। মডেলটি এখন প্রশ্নের উত্তর দেওয়ার সময় যৌক্তিক বিশ্লেষণ ও প্রমাণসহ ব্যাখ্যা করতে পারে।

স্যাম অল্টম্যানের মতে, 'জিপিটি-৩ ছিল যেন উচ্চবিদ্যালয়ের ছাত্র, জিপিটি-৪ বিশ্ববিদ্যালয়পড়ুয়া আর জিপিটি-৫-ই প্রথম, যেটাকে সত্যিকার অর্থেই যেকোনো বিষয়ের পিএইচডি পর্যায়ের বিশেষজ্ঞ বলে মনে হয়।'
তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এথিক্স ইন এআই-এর অধ্যাপক ক্যারিসা ভেলিজ মনে করছেন, জিপিটি-৫-এর উন্মোচন যতটা গুরুত্বপূর্ণ বলে প্রচার করা হচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেকটাই কম তাৎপর্যপূর্ণ হতে পারে।
তিনি বলেন, 'এই সিস্টেমগুলো যতটা চমকপ্রদ, ততটা লাভজনক এখনো হয়ে ওঠেনি।' তার মতে, এসব প্রযুক্তি মানবীয় যুক্তিশক্তিকে পুরোপুরি অনুকরণ করতে পারছে না, বরং শুধুই নকল করছে।
গেল বৃহস্পতিবার থেকেই সব ব্যবহারকারীর জন্য জিপিটি-৫ উন্মুক্ত করে দেয়া হয়েছে । আগামী কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে—সাম অল্টম্যানের দাবি অনুযায়ী, এটি আদতেই কতটা উন্নত।
বিবিসির এআই প্রতিবেদক মার্ক সিসলাক জিপিটি-৫ আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই মডেলটির একচেটিয়া ব্যবহার সুযোগ পেয়েছিলেন।
তবে চ্যাটজিপিটি-৫ ব্যবহারে বড় কোনো পার্থক্য চোখে পড়েনি বলে জানান তিনি। তার অভিজ্ঞতায়, সামান্য কিছু বাহ্যিক পরিবর্তন ছাড়া এটি আগের চ্যাটবট ব্যবহারের মতোই—একটি টেক্সট প্রম্পট লিখে কাজের নির্দেশ বা প্রশ্ন দিলে উত্তর পাওয়া যায়।
তিনি জানান, নতুন মডেলটিতে 'রিজনিং মডেল' সংযুক্ত করা হয়েছে, যার ফলে এটি সমস্যার সমাধানে আরও গভীরভাবে চিন্তা করে।
জিপিটি-৫-এর আগমন কনটেন্ট-নির্ভর বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্যও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
গেটি ইমেজেসের প্রধান পণ্য কর্মকর্তা গ্রান্ট ফারহল বলেন, আই মডেলগুলো কীভাবে প্রশিক্ষিত হচ্ছে, তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার। সেই সঙ্গে যেসব নির্মাতার কাজ ব্যবহৃত হচ্ছে, তাদের উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করা জরুরি।
উল্লেখ্য,জিপিটি-৫ উন্মোচনের আগে ওপেনএআই তাদের কোডিং টুল ব্যবহার করছিল—এই অভিযোগে অ্যানথ্রপিক সম্প্রতি ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)-এর অ্যাক্সেস বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটির দাবি, ওপেনএআই তাদের সেবার শর্ত ভঙ্গ করেছে।
এ প্রসঙ্গে ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেন, 'নিজেদের অগ্রগতি ও নিরাপত্তা যাচাইয়ের জন্য অন্যান্য এআই সিস্টেম মূল্যায়ন করা এ শিল্পে একটি সাধারণ চর্চা।'
তিনি আরও বলেন, 'আমরা অ্যানথ্রপিকের সিদ্ধান্তকে সম্মান করি, তবে এটি হতাশাজনক, বিশেষ করে যখন আমাদের এপিআই এখনো তাদের জন্য উন্মুক্ত রয়েছে।'
জিপিটি-৫ মডেলের জন্য একটি ফ্রি টিয়ার চালু করে ওপেনএআই হয়তো তাদের পূর্বের প্রোপ্রাইটারি বা বাণিজ্যিক মডেল নির্ভরতা থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে।