টাইম ম্যাগাজিনের সেরা ১০০ রহস্য-রোমাঞ্চ বইয়ের তালিকা

সিঁড়ির নিচে পাওয়া গেল একটি মৃতদেহ। অপহরণ করা হয়েছে একটি শিশুকে। রহস্যময় ভাবে নিখোঁজ হয়ে গেছে একজনের স্ত্রী । কী ঘটল?কে এই ঘটনাগুলোর পিছনে দায়ী? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন?
এসব প্রশ্নই তো রহস্য ও থ্রিলার সাহিত্যকে আকর্ষণীয় করে তোলে। এই ধরনের উপন্যাস পাঠককে নিয়ে যায় রহস্য উন্মোচনের পথে—কঠোর-সিদ্ধহৃদয় গোয়েন্দা থেকে শুরু করে দুর্ভাগ্যবান সঙ্গী পর্যন্ত সবাই মিলে সত্য খুঁজে বের করার চেষ্টা করেন। এখানে যে কেউ হতে পারে নায়ক, আবার খলনায়কও।
এ ধরণের ইংরেজি ভাষায় লেখা সেরা ১০০টি রহস্য ও থ্রিলার বইয়ের চূড়ান্ত তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছিল টাইম ম্যাগাজিন। ২০২৩ সালের শুরুতে তারা প্রথমে বিশিষ্ট লেখকদের নিয়ে একটি প্যানেল গঠন করে, যার সদস্য ছিলেন মেগান অ্যাবট, হারলান কোবেন, এস.এ. কোসবি, গিলিয়ান ফ্লিন, টানা ফ্রেঞ্চ, র্যাচেল হাওজেল হল এবং সুজাতা মাসে।
টাইম ম্যাগাজিনের প্যানেল সদস্যরা নিজেদের লেখা বই ছাড়া প্রায় ২৫০টিরও বেশি নামকরা রহস্য ও থ্রিলার বই মনোনীত করে রেটিং স্কেলে মূল্যায়ন করেন। এরপর টাইমের সম্পাদকরা ফলাফল অনুযায়ী একটি তালিকা তৈরি করেন।
মূল্যায়নের প্রধান মানদণ্ড ছিল গল্পের মোড়, উত্তেজনা, উদ্দেশ্য, মৌলিকতা, সমালোচক ও পাঠক গ্রহণযোগ্যতা, এবং রহস্য ও থ্রিলার ঘরানা ও সাহিত্যের ওপর প্রভাব।
তালিকায় ১৮৬০ থেকে ২০২২ সালের মধ্যে প্রকাশিত ১০০টি বই রয়েছে, যা ১৫টি দেশে প্রকাশিত এবং ১০০ জন আলাদা লেখকের লেখা — একই লেখকের একাধিক বই স্থান পায়নি।
প্যানেল সদস্য ও বেস্টসেলার লেখক টানা ফ্রেঞ্চ বলেন, 'এই অস্থির সময়ে যেখানে সবকিছু বিশৃঙ্খল মনে হয়, সেখানে এই গল্পগুলো আমাদের বিশ্বাস দেয় যে একদিন সব কিছু মিলিয়ে যাবে, অর্থবোধ হবে, আর আমরা সংকট থেকে মুক্তি পাবো।'
নিচে সেরা ১০০ রহস্য-থ্রিলার বইয়ের তালিকাটি দেয়া হলো:
১. সারভাইভার'স গিল্ট—রবিন গিগল
২. দ্য ওম্যান ইন হোয়াইট—উইলকি কলিন্স
৩. ক্রাইম অ্যান্ড পানিশম্যান্ট—ফিয়োদর দস্তয়েভস্কি
৪. দ্য লিভেনওয়ার্থ কেইস—অ্যানা ক্যাথেরিন গ্রীন
৫. দ্য টার্ন অফ দ্য স্ক্রু—হেনরি জেমস
৬. দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস—আর্থার কোনান ডয়েল
৭. দ্য মার্ডার অফ রজার এক্রয়েড—আগাথা ক্রিস্টি
৮. দ্য ক্রাইম অ্যাট ব্ল্যাক ডাডলি—মার্জারি অ্যালিংহাম
৯. দ্য পেশেন্ট ইন রুম এইটিন—মিগনন জি. ইবারহার্ট
১০. দ্য মাল্টিজ ফ্যালকন—ড্যাশিয়েল হ্যামেট
১১. দ্য কনজিউর-ম্যান ডাইস—রুডলফ ফিশার
১২. এ ম্যান লে ডেড—এনগাগাইও মার্শ
১৩. গডি নাইট—ডোরোথি এল. সেয়ার্স
১৪. দ্য থ্রি কফিনস—জন ডিকসন ক্যার
১৫. রেবেকা—ড্যাফনে ডু মরিয়র
১৬. এ কফিন ফর ডিমিত্রিওস—এরিক অ্যাম্বলর
১৭. দ্য রিচ, আন্ডারঅ্যাপ্রিশিয়েটেড হিস্ট্রি অফ মিস্ট্রি রাইটার্স অফ কালার—র্যাচেল হাওজেল হল
১৮. ডাবল ইন্ডেমনিটি—জেমস এম. কেইন
১৯. ইফ হি হলার্স লেট হিম গো—চেস্টার বি. হাইমস
২০. ইন আ লোনলি প্লেস—ডোরোথি বি. হিউজেস
২১. দ্য ডটার অফ টাইম—জোসেফিন টে
২২. বিট নট দ্য বোনস—শার্লট জে
২৩. ক্যাসিনো রয়্যাল—ইয়ান ফ্লেমিং
২৪. এ কিস বিফোর ডাইং—ইরা লেভিন
২৫. দ্য লং গুডবাই—রেমন্ড চ্যান্ডলার
২৬. বিস্ট ইন ভিউ—মার্গারেট মিলার
২৭. দ্য কোয়াইট আমেরিকান—গ্রাহাম গ্রীন
২৮. দ্য ট্যালেন্টেড মিস্টার রিপ্লে—প্যাট্রিসিয়া হাইসমিথ
২৯. উই হ্যাভ অলওয়েজ লিভড ইন দ্য ক্যাসেল—শার্লি জ্যাকসন
৩০. দ্য স্পাই হু কেইম ইন ফ্রম দ্য কোল্ড—জন লে ক্যারে
৩১. দ্য হনজিন মার্ডারস—সেইশি ইয়োকোমিজো
৩২. হোয়্যার আর দ্য চিলড্রেন?---মেরি হিগিনস ক্লার্ক
৩৩. দ্য শাইনিং—স্টিফেন কিং
৩৪. দ্য লাস্ট গুড কিস—জেমস ক্রামলি
৩৫. দ্য নেম অফ দ্য রোজ—উমবার্টো একো
৩৬. দ্য হান্ট ফর রেড অক্টোবর—টম ক্ল্যানসি
৩৭. এ ডার্ক-অ্যাডাপ্টেড আই—বার্বারা ভাইন
৩৮. দ্য ডেকাগন হাউজ মার্ডার্স—ইউকিতো আয়াৎসুজি
৩৯. দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস—থমাস হ্যারিস
৪০. ডেভিল ইন আ ব্লু ড্রেস—ওয়াল্টার মোসলি
৪১. মিন স্পিরিট—লিন্ডা হোগান
৪২. পোস্টমর্টেম—প্যাট্রিসিয়া ড্যানিয়েলস কর্নওয়েল
৪৩. ফেসলেস কিলার্স—হেনিং মানকেল
৪৪. ডেড টাইম—এলিনর টেলর ব্ল্যান্ড
৪৫. দ্য সিক্রেট হিস্ট্রি—ডোনা টার্ট
৪৬. স্মিলার সেন্স অফ স্নো—পিটার হোয়েগ
৪৭. হোয়েন ডেথ কামস স্টিলিং—ভ্যালারি উইলসন ওয়েসলি
৪৮. ফেড অ্যাওয়ে—হারলান কোবেন
৪৯. কিলিং ফ্লোর—লি চাইল্ড
৫০. লেডি জোকার—-কাওরু তাকামুরা
৫১. মোরিতুরি—ইয়াসমিনা খদরা
৫২. আউট—নাৎসু কিরিনো
৫৩. ইননার সিটি ব্লুজ—পাউলা এল. উডস
৫৪. এ প্লেস অফ এক্সিকিউশন—ভ্যাল ম্যাকডার্মিড
৫৫. দোস বোনস আর নট মাই চাইল্ড—টনি কেডে বাম্বারা
৫৬. ব্লাঞ্চ পাসেস গো—বার্বারা নিলি
৫৭. ডেথ অফ আ রেড হিরোইন—কিউ শিয়ালং
৫৮. দ্য রেডব্রেস্ট—-জো নেসবো
৫৯. মিস্টিক রিভার—ডেনিস লেহান
৬০. দ্য শ্যাডো অফ দ্য উইন্ড—কার্লোস রুইজ জাফন
৬১. দ্য সার্জন—টেস গেরিটসেন
৬২. দ্য এম্পেরর অফ ওশান পার্ক—স্টিফেন এল. কার্টার
৬৩. ফিঙ্গারস্মিথ—সারাহ ওয়াটার্স
৬৪. দ্য আইস প্রিন্সেস—ক্যামিলা ল্যাকবার্গ
৬৫. ২৬৬৬—রবার্তো বলানো
৬৬. কেস হিস্টোরিস—-কেট অ্যাটকিনসন
৬৭. দ্য ডেভোশন অফ সাসপেক্ট এক্স—কেইগো হিগাশিনো
৬৮. দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু—স্টিগ লারসন
৬৯. দ্য লিঙ্কন লইয়ার—মাইকেল কনেলি
৭০. স্নেকস্কিন শামিসেন—নাওমি হিরাহারা
৭১. কুইনপিন—মেগান অ্যাবট
৭২. হোয়াট দ্য ডেড নো—লরা লিপম্যান
৭৩. দ্য ইয়িডিশ পুলিশমেন'স ইউনিয়ন—মাইকেল চ্যাবন
৭৪. ড্রাইভ ইয়োর প্লো ওভার দ্য বোনস অফ দ্য ডেড—ওলগা টোকারচুক
৭৫. ওয়াইফ অফ দ্য গডস—কুই কুয়ার্তে
৭৬. বারি ইয়োর ডেড—লুইস পেনি
৭৭. ফেইথফুল প্লেস—টানা ফ্রেঞ্চ
৭৮. দ্য প্লটারস—উন-সু কিম
৭৯. দ্য সাউন্ড অফ থিংস ফলিং—জুয়ান গ্যাব্রিয়েল ভাসকেজ
৮০. গন গার্ল—গিলিয়ান ফ্লিন
৮১. দ্য রাউন্ড হাউ —লুইস এর্দরিচ
৮২. সিক্স ফোর—হিদেও ইয়োকোইয়ামা
৮৩. অর্ডিনারি গ্রেস—উইলিয়াম কেন্ট ক্রুগার
৮৪. বিগ লিটল লাইস—লিয়েন মরিয়াটি
৮৫. এভরিথিং আই নেভার টোল্ড ইউ—সেলেস্ট এনজি
৮৬. ল্যান্ড অফ শ্যাডোজ—র্যাচেল হাওজেল হল
৮৭. দ্য সিমপ্যাথাইজার—ভিয়েত থান এনগুয়েন
৮৮. ব্লুবার্ড, ব্লুবার্ড—অ্যাটিকা লক
৮৯. হলিউড হোমিসাইড—কেলি গ্যারেট
৯০. মাই সিস্টার, দ্য সিরিয়াল কিলার—ওয়াইকিন ব্রেইথওয়েট
৯১. দ্য উইডোস অফ মালাবার হি—সুজাতা মাসে
৯২. মিরাকল ক্রিক—অ্যাঞ্জি কিম
৯৩. দ্য নিড—হেলেন ফিলিপস
৯৪. দ্য আদার আমেরিকানস—লাইলা লালামি
৯৫. দ্য টার্ন অফ দ্য কি—রুথ ওয়ার
৯৬. ইয়োর হাউস উইল পে—স্টেফ চা
৯৭. ব্ল্যাকটপ ওয়েস্টল্যান্ড—এস.এ. কোসবি
৯৮. জিন্ন প্যাট্রোল অন দ্য পার্পল লাইন—দীপা আনাপ্পারা
৯৯. মেক্সিকান গোথিক—সিলভিয়া মরেনো-গার্সিয়া
১০০. হোয়েন নো ওয়ান ইজ ওয়াচিং—অ্যালিসা কোল
১০১. উইন্টার কাউন্টস—ডেভিড হেস্কা ওয়ানব্লি ওয়েইডেন