‘টাইম ১০০ এআই’ তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান চৌধুরী
রুম্মান চৌধুরী এর আগে টুইটারের মেটা (মেশিন লার্নিং এথিকস, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকউন্টেবিলিটি) দলের প্রধান ছিলেন। যে দলের কাজ ছিল প্ল্যাটফর্মে অ্যালগরিদমিক হুমকি চিহ্নিত করা এবং ঝুঁকি কমানো ।