সৌদি আরবে মাঝ আকাশে ভেঙে পড়ল পেন্ডুলামের মতো দুলতে থাকা জায়ান্ট সুইং রাইড

সৌদি আরবের একটি বিনোদন পার্কে পেন্ডুলাম-স্টাইলে দুলতে থাকা একটি জায়ান্ট সুইং রাইড ভেঙে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।
তাইফ শহরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র আল-হাদা'র গ্রীন মাউন্টেন পার্কে এ দুর্ঘটনাটি ঘটে। মোজাজ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, '৩৬০° রাইড' নামে পরিচিত এই দোলনাটি পূর্ণ গতিতে দোল খাচ্ছিল। হঠাৎ করেই রাইডটির মূল সহায়ক স্তম্ভ ভেঙে পড়ে। এতে যাত্রীতে পরিপূর্ণ প্ল্যাটফর্মটি নিচে আছড়ে পড়ে এবং পার্কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খালিজ টাইমসের বরাতে প্রত্যক্ষদর্শীরা জানান, দোলনাটির সহায়ক খুঁটি প্রচণ্ড জোরে পিছনে ছিটকে গিয়ে কয়েকজন যাত্রীকে আঘাত করে। অনেকে রাইডটি ভেঙে পড়ার সময় আসন থেকে ছিটকে পড়ে আহত হন।
বৃহস্পতিবার তাইফ গভর্নরেট দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি সরকারি তদন্তের ঘোষণা দিয়েছে এবং পার্কের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে এমিউজমেন্ট রাইডে দুর্ঘটনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে চলেছে। ২০২৩ সালে ইকুয়েডরে একটি পেন্ডুলাম রাইড মাঝ আকাশে ব্যর্থ হয়ে ১০ জনকে আহত করে। ২০২৫ সালের এপ্রিল মাসে ভারতের দিল্লিতে একটি রোলার কোস্টার থেকে পড়ে একজন নারীর মৃত্যু হয়।