ভুলবশত মার্কিন এনার্জি ড্রিংকের ক্যানে ভদকা, সতর্কতা জারি করল কর্তৃপক্ষ
মার্কিন ব্র্যান্ড সেলসিয়াস এনার্জি ড্রিংকের ক্যানগুলো ভালোভাবে পরীক্ষা করে পান করতে ভোক্তাদের সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ। কারণ কিছু ক্যানে ভুলবশত ভদকা ভরে ফেলা হয়েছে। খবর বিবিসির।
মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (ইউএসএফডিএ) এ সতর্কবার্তাটি পানীয়টির 'অ্যাস্ট্রো ভাইব ব্লু র্যাজ' সংস্করণের জন্য জারি করেছে।
ঘটনাটি ঘটে যখন একটি প্যাকেজিং সরবরাহকারী ভুল করে ফাঁপা সেলসিয়াস ক্যান পাঠিয়ে দেয় হাই নুন নামের এক ভদকা সেল্টজার কোম্পানির কাছে, যারা তা ভুলবশত অ্যালকোহল দিয়ে ভর্তি করে ফেলে।
এ ঘটনার পর হাই নুন কোম্পানি বিচ ভ্যারাইটি প্যাক নামের কিছু পণ্য ফেরত নেওয়ার উদ্যোগ নিয়েছে, যেগুলো একই উৎপাদন লাইনে তৈরি হয়েছিল।
তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অসুস্থতা বা পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি, বলে জানিয়েছে ইউএসএফডিএ।
দুইটি উৎপাদন ব্যাচে ত্রুটি ধরা পড়েছে, যেগুলোর তথ্য মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (ইউএসএফডিএ) তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই পণ্যগুলো ২১ জুলাই থেকে ২৩ জুলাইয়ের মধ্যে ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ওহাইও, সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া ও উইসকনসিনের খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো হয়েছিল।
প্রত্যাহার করা হাই নুন প্যাকগুলির মধ্যে রয়েছে খুচরা কোড ইউপিসি ০৮৫০০০০৪০০৬৫ এবং নিম্নলিখিত লট কোডগুলো:
এল সিসিসি ১৭জেএল২৫ ১৪:০০ থেকে এল সিসিসি ১৭জেএল২৫ ০০:০০ থেকে এল সিসিসি ১৮জেএল২৫ ০৩:০০
উল্লেখ্য, এই লট কোডগুলো ক্যানের নিচে লেজার দিয়ে ছাপানো থাকে, যেগুলো দেখে ভোক্তারা নিশ্চিত হতে পারবেন তাদের কেনা পণ্যটি প্রত্যাহার তালিকাভুক্ত কি না।
ভুক্তভোগী লট কোডযুক্ত সেলসিয়াস অ্যাস্ট্রো ভাইব এনার্জি ড্রিংক (স্পার্কলিং ব্লু র্যাজ সংস্করণ) না খেয়ে ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছে ইউএসএফডিএ।
তারা আরও জানিয়েছে, ভিন্ন লট কোডের হাই নুন বিচ ভ্যারাইটি প্যাকগুলো এই প্রত্যাহারের আওতায় পড়েনি এবং ভোক্তার জন্য নিরাপদ।
