প্রতিবাদ সত্ত্বেও জায়গা দিতে না পেরে জার্মানির চিড়িয়াখানায় ১২ বেবুন হত্যা

জার্মানির নুরেমবার্গ শহরের একটি চিড়িয়াখানায় মঙ্গলবার ১২টি বেবুন প্রজাতির বানর হত্যা করা হয়েছে। যদিও এর বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। তবে চিরিয়াখানাটি দীর্ঘদিন ধরেই বানরের সংখ্যা নিয়ে সমস্যায় ছিল। এখানে বাড়তি বানরদের আর জায়গা দেওয়া সম্ভব হচ্ছিল না।
টিয়ারগার্টেন নুরেমবার্গ চিড়িয়াখানা প্রথমে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অতিরিক্ত বেবুন মেরে ফেলার পরিকল্পনা করেছিল। তারা জানিয়েছে যে তারা কিছু প্রাণীকে অন্য কোথাও পাঠানোর প্রস্তাব পর্যালোচনা করেছে, তবে কোন প্রস্তাবই বাস্তবায়ন করা যায়নি।
এই পরিকল্পনা প্রাণী অধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে এবং চিড়িয়াখানার সামনে প্রতিবাদও করা হয়।
গত সোমবার চিড়িয়াখানা জানিয়েছিল, তাদের বানরগুলো হত্যার প্রস্তুতি শুরু করতে হবে। মঙ্গলবার সকালে, কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে, "অপারেশনাল কারণে" সেদিনের জন্য চিড়িয়াখানা বন্ধ থাকবে।
মঙ্গলবার দুপুরে, পুলিশ জানিয়েছে যে কয়েকজন কর্মী চিড়িয়াখানা প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছে, এর মধ্যে কিছু কর্মী নিজেদের মাটিতে আঠালো কিছু দিয়ে আটকে দেন, পরে তাদের আটক করা হয়।
কিছুক্ষণ পরে, চিড়িয়াখানা জানায় যে তারা ১২টি বানর হত্যা করেছে, জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে। তবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রাণী অধিকার সংস্থাগুলো তাদের বিরুদ্ধে একটি অপরাধমূলক অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছে।
চিড়িয়াখানায় গিনি বেবুনের সংখ্যা ৪৩-এ পৌঁছেছিল। ২০০০ সালের শেষ দিকে তৈরি হওয়া একটি ঘরের ধারণক্ষমতার চেয়ে এ সংখ্যা অনেক বেশি। এ ঘরটিতে কেবল ২৫টি প্রাপ্ত বয়স্ক বানর ও তাদের বাচ্চাদের জন্য স্থান বরাদ্দ ছিল। এই অতিরিক্ত জনসংখ্যা প্রাণীগুলোর মধ্যে সংঘর্ষ আরও বাড়িয়ে দিয়েছিল।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, তারা অতীতে এই সমস্যাটি সমাধানে ২০১১ সালে ১৬টি বানর প্যারিস এবং চীনে চিড়িয়াখানায় স্থানান্তরিত করেছিল। কিন্তু এসব চিড়িয়াখানা, এবং স্পেনে অন্য একটি চিড়িয়াখানা যেখানে বানর পাঠানো হয়েছিল, তাদের নিজস্ব ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেছে। কয়েক বছর আগে একটি জন্মনিরোধক ব্যবস্থা চালানোর চেষ্টা করা হয়েছিল, তবে এটি কাঙ্ক্ষিত ফলাফল দেয়নি এবং তাই তা বাতিল করা হয়।
ইউরোপীয় চিড়িয়াখানাগুলিতে বিভিন্ন কারণে নিয়মিতভাবে প্রাণী মেরে ফেলা হয়। কিছু পুরানো ঘটনা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে; যেমন ২০১৪ সালে কোপেনহেগেন চিড়িয়াখানায় একটি স্বাস্থ্যবান ২ বছর বয়সী জিরাফকে হত্যা করা হয় এবং এক শিশু দর্শনার্থীর সামনেই তাকে কাটা হয় ও পরে তা সিংহদের খাওয়ানো হয়।