Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 17, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 17, 2025
গাজায় পানি সংগ্রহ করতে আসা শিশুদের হত্যা: ‘ত্রুটি’ স্বীকার ইসরায়েলি সামরিক বাহিনীর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 July, 2025, 10:35 am
Last modified: 14 July, 2025, 10:37 am

Related News

  • একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ
  • গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি নাহিদের
  • গোপালগঞ্জে হামলা: এক ঘণ্টা পর শাহবাগ ব্লকেড প্রত্যাহার এনসিপি নেতা-কর্মীদের
  • গোপালগঞ্জে হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: সরকার
  • আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস আলম

গাজায় পানি সংগ্রহ করতে আসা শিশুদের হত্যা: ‘ত্রুটি’ স্বীকার ইসরায়েলি সামরিক বাহিনীর

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসলামিক জিহাদের এক ‘সন্ত্রাসী’কে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছিল, কিন্তু ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে গোলাটি লক্ষ্যবস্তু থেকে কয়েক মিটার দূরে গিয়ে পড়ে।
টিবিএস ডেস্ক
14 July, 2025, 10:35 am
Last modified: 14 July, 2025, 10:37 am
গাজার এ স্থানটিতেই হামলা চালায় ইসরায়েল। ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় গতকাল রোববার পানি নেওয়ার জন্য অপেক্ষারতদের ওপর ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে বলে জরুরি সেবা কর্মকর্তারা জানিয়েছেন। মৃতদের মধ্যে ছয়জন শিশু বলে জানিয়েছেন তারা। খবর বিবিসির।

নিহতদের মরদেহ নুসেইরাতের আল-আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এক চিকিৎসক জানান, হাসপাতালে আহত ১৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে সাতজন শিশু রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুসেইরাত শরণার্থী শিবিরে পানির ট্যাঙ্কারের পাশে খালি জেরিক্যান নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসলামিক জিহাদের এক 'সন্ত্রাসী'কে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছিল, কিন্তু 'যান্ত্রিক ত্রুটির' কারণে গোলাটি লক্ষ্যবস্তু থেকে কয়েক মিটার দূরে পড়ে যায়। সামরিক বাহিনী আরও জানিয়েছে, এই ঘটনার পর্যালোচনা করা হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, হামলার ফলে ওই এলাকায় বেসামরিক হতাহতের যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তারা অবগত। তারা জানিয়েছে, বেসামরিক ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমানোর চেষ্টা করে এবং নির্দোষ মানুষের ক্ষতির জন্য তারা দুঃখ প্রকাশ করে।

ঘটনার পরের যাচাই করা ভিডিওতে দেখা গেছে, আহতদের সাহায্য করতে বহু মানুষ ছুটে আসছে — আহতদের মধ্যে শিশুরাও রয়েছে, যারা হলুদ রঙের পানির জেরিক্যানের পাশে শুয়ে আছে।

বিবিসি নিকটবর্তী ভবনের ছাদ, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটির অবস্থান মিলিয়ে ঘটনাস্থলটি নির্ধারণ করতে পেরেছে। ভিডিওটি স্থানীয় সময় ভোরবেলায় ধারণ করা হয়েছে, ছায়া দেখে তা বোঝা গেছে। এটি নুসেইরাত জুনিয়র হাই স্কুলের প্রায় ৮০ মিটার (২৬২ ফুট) দক্ষিণ-পশ্চিমের একটি সড়কে ধারণ করা হয়। ঘটনাস্থলটি কাছাকাছি আরেকটি ভবন থেকে দুই বাড়ি দূরে, যা অনলাইনে একটি কিন্ডারগার্টেন হিসেবে তালিকাভুক্ত।

তিন সপ্তাহ আগের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে, ঘটনাস্থলের রাস্তার ওপারে একটি পানির ট্যাঙ্কার ট্রাক পার্কিং করে রাখা ছিল।

ভিডিওটি দেখে স্পষ্টভাবে বোঝা যায়নি যে আসলে কী বস্তু সেখানে আঘাত করেছে, আর যদি এটি ইসরায়েলি কোনো ক্ষেপণাস্ত্রের ত্রুটি হয়, তাহলে তা কোন দিক থেকে ছোঁড়া হয়েছিল তা-ও জানা যায়নি।

এই হামলার সময় পুরো গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বেড়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির এক মুখপাত্র জানিয়েছেন, রোববার কেন্দ্রীয় গাজা ও গাজা সিটিতে আবাসিক ভবনে চালানো তিনটি পৃথক হামলায় আরও ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ ফিল্ড হাসপাতালে গত ছয় সপ্তাহে যত আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে, তা এর আগের পুরো এক বছরে দেওয়া চিকিৎসার চেয়ে বেশি।

আইসিআরসি জানিয়েছে, শনিবার রাফাহের তাদের ফিল্ড হাসপাতালে হামলার আঘাত নিয়ে ১৩২ জন রোগী পৌঁছেছিল, যাদের মধ্যে ৩১ জন মারা গেছে।

অধিকাংশ রোগীর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে, এবং "সকল সচেতন ব্যক্তি" জানিয়েছেন যে তারা খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে যাওয়ার চেষ্টা করছিলেন।

তারা আরও বলেছে, ২৭ মে থেকে নতুন খাদ্য বিতরণ কেন্দ্র চালু হওয়ার পর থেকে ওই হাসপাতাল তিন হাজার ৪০০ এর বেশি অস্ত্রাহত রোগীকে চিকিৎসা দিয়েছে এবং ২৫০ এর বেশি মৃত্যুর ঘটনা রেকর্ড করেছে — যা আগের এক বছরের মোট আহত চিকিৎসার সংখ্যার চেয়ে বেশি।

শনিবার দক্ষিণ গাজার নাসের হাসপাতাল জানিয়েছে, খাদ্য বিতরণ কেন্দ্রের নিকটে ২৪ জন নিহত হয়েছেন। সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলছেন, খাবার সংগ্রহের জন্য চেষ্টা করার সময় ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ওই স্থানে তাদের গুলিতে "কোন আহত ব্যক্তি পরিচিত নেই।" পৃথকভাবে, একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছে যে, আইডিএফ এমন লোকজনকে ছত্রভঙ্গ করার জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছিল যাদের তারা হুমকি মনে করেছিল।

জাতিসংঘের মানবাধিকার অফিস শুক্রবার জানিয়েছে, এ পর্যন্ত ৭৮৯ জন ত্রাণ-সংক্রান্ত হত্যাকাণ্ডের তথ্য তারা রেকর্ড করেছে।

এর মধ্যে ৬১৫ জন নিহত হয়েছে মার্কিন এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সাইটগুলোর আশপাশে, যা ২৭ মে থেকে চালু হয়েছে এবং দক্ষিণ ও মধ্য গাজার সামরিক এলাকা ভেতরে মার্কিন বেসরকারি সিকিউরিটি ঠিকাদাররা পরিচালনা করে।

অন্যদিকে, বাকি ১৮৩ জন নিহত হয়েছে জাতিসংঘ এবং অন্যান্য সাহায্য কনভয়ের আশপাশে।

ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে, কিছু ঘটনার সময় বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা "জনগণ ও [ইসরায়েলি] বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাত যতটা সম্ভব কমাতে" কাজ করছে।

গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জাতিসংঘকে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুল এবং বিভ্রান্তিকর পরিসংখ্যান ব্যবহার করার অভিযোগ করেছে।

জিএইচএফ-এর প্রধান জনি মুর আগে বিবিসিকে বলেছিলেন, তিনি সাহায্য কেন্দ্রের আশেপাশে মৃত্যুর কথা অস্বীকার করছেন না, কিন্তু "সেই সমস্ত হতাহতের ১০০% জিএইচএফ-এর নিকটবর্তী এলাকায় হওয়া" বলাটা "সত্য নয়"।

ইসরায়েল আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে, যার মধ্যে বিবিসিও রয়েছে, গাজার ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না।

ইসরায়েল ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাসের সীমান্ত পেরিয়ে আক্রমণের জবাবে গাজায় একটি সামরিক অভিযান চালায়, যেটিতে প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে বন্দি করা হয়।

তারপর থেকে, গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় কমপক্ষে ৫৭ হাজার ৮৮২ জন নিহত হয়েছে।

গাজার অধিকাংশ বাসিন্দাকে একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে।

৯০ শতাংশের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থা ধ্বংসের মুখে, এবং খাদ্য, জ্বালানি, ওষুধ ও আশ্রয়ের তীব্র অভাব চলছে।

এই সপ্তাহে, ১৩০ দিনের মধ্যে প্রথমবারের মতো গাজায় ৭৫ হাজার লিটার জ্বালানি প্রবেশ করতে দেওয়া হয়েছে — জাতিসংঘ বলেছে, এটি "জনসংখ্যার দৈনিক চাহিদা এবং জরুরি বেসামরিক সাহায্য কার্যক্রম পূরণের জন্য যথেষ্ট নয়।"

শনিবার জাতিসংঘ সংস্থা সতর্ক করেছে যে গাজার জ্বালানি সংকট "নির্ণায়ক পর্যায়ে" পৌঁছেছে, এবং জ্বালানি শেষ হয়ে গেলে হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন নেটওয়ার্ক এবং বেকারিগুলো প্রভাবিত হবে।

জাতিসংঘ জানিয়েছে, "হাসপাতালগুলো ইতোমধ্যেই বিদ্যুৎহীন, প্রসূতি, নবজাতক এবং আইসিইউ ইউনিটগুলো কাজ করতে পারছে না, এবং অ্যাম্বুলেন্সগুলো আর চলাচল করতে পারছে না।"

Related Topics

টপ নিউজ

গাজা উপত্যকা / পানি সংগ্রহ করতে আসা শিশু / হত্যা / ইসরায়েল / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস আলম
  • গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলা, ১৪৪ ধারা জারি
  • মিটফোর্ড হত্যাকাণ্ড: এবার সেই পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার
  • দ্রুত বিচার না হলে আবার আসব গোপালগঞ্জে, নিজ হাতে মুজিববাদ মুক্ত করব: নাহিদ ইসলাম
  • গোপালগঞ্জে কারফিউ: জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের না হওয়ার আহ্বান আসিফের
  • গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা: গুলিবিদ্ধ ৪ জন নিহত, এলাকা রণক্ষেত্র

Related News

  • একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ
  • গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি নাহিদের
  • গোপালগঞ্জে হামলা: এক ঘণ্টা পর শাহবাগ ব্লকেড প্রত্যাহার এনসিপি নেতা-কর্মীদের
  • গোপালগঞ্জে হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: সরকার
  • আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস আলম

Most Read

1
বাংলাদেশ

আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস আলম

2
বাংলাদেশ

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলা, ১৪৪ ধারা জারি

3
বাংলাদেশ

মিটফোর্ড হত্যাকাণ্ড: এবার সেই পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার

4
বাংলাদেশ

দ্রুত বিচার না হলে আবার আসব গোপালগঞ্জে, নিজ হাতে মুজিববাদ মুক্ত করব: নাহিদ ইসলাম

5
বাংলাদেশ

গোপালগঞ্জে কারফিউ: জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের না হওয়ার আহ্বান আসিফের

6
বাংলাদেশ

গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা: গুলিবিদ্ধ ৪ জন নিহত, এলাকা রণক্ষেত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net