লোহিত সাগরে সপ্তাহে জাহাজে হুথিদের দ্বিতীয় হামলায় নিহত ৩, উদ্ধার ১০ ও বাকিরা অপহৃত

ইউরোপীয় ইউনিয়নের সামুদ্রিক নিরাপত্তা মিশনের তথ্য অনুযায়ী, ইয়েমেনের কাছে হুথি বিদ্রোহীদের হামলার পর লোহিত সাগরে একটি জাহাজ ডুবে যাওয়ার পর ১০ জনকে উদ্ধার করা হয়েছে, তবে আরও কয়েকজনকে বিদ্রোহী গোষ্ঠীটি আটক করে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
হুথিরা বলেছে, এটার্নিটি সি নামের জাহাজটিতে হামলার পর তারা কিছু মানুষকে একটি গোপন স্থানে নিয়ে গেছে। এই সপ্তাহে এটি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে তাদের দ্বিতীয় হামলা। রয়টার্সকে সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইয়েমেনি মিলিশিয়াটি ছয়জন ক্রু সদস্যকে আটকে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
ইইউ-এর অপারেশন অ্যাসপিডেস সিএনএনকে জানিয়েছে, জাহাজটিতে থাকা ২৫ জনের মধ্যে তিনজন এই হামলায় নিহত হয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের মিশন জানিয়েছে, জাহাজটির ক্রু দলের সদস্য সংখ্যা ছিল ২২ — এদের মধ্যে ২১ জন ছিলেন ফিলিপিনো এবং একজন রাশিয়ান। এছাড়াও জাহাজটিতে তিন সদস্যের একটি নিরাপত্তা দল ছিল।
মিশন জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার রাত পর্যন্ত যাদের পানির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে আটজন ফিলিপিনো ক্রু এবং বাকি দুজন নিরাপত্তাকর্মী — একজন গ্রিক এবং অন্যজন ভারতীয়।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, এটার্নিটি সি নামে লাইবেরিয়ার পতাকাবাহী এবং গ্রিক কোম্পানি পরিচালিত বাণিজ্যিক বাল্ক ক্যারিয়ারটিকে কয়েক দিন ধরে হুথি বিদ্রোহীরা ছোট নৌকা থেকে একাধিক রকেট-চালিত গ্রেনেড ছুড়ে হামলা করে। ইউকেএমটিও জানিয়েছে, বুধবার সকালে জাহাজটি ডুবে যায়।
ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী, যারা ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে, বুধবার এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, এটার্নিটি সি জাহাজটি তারা একটি মানবহীন নৌকা এবং ছয়টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে, কারণ এটি নাকি ইসরায়েলের এলিয়াত বন্দরের দিকে যাচ্ছিল। হুথিরা দাবি করেছে, জাহাজটি 'সম্পূর্ণভাবে ডুবে গেছে' এবং তাদের বাহিনী কিছু ক্রু সদস্যকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে পরে তাদের একটি গোপন স্থানে নিয়ে গেছে।
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের মিশন হুথিদের ক্রু সদস্যদের অপহরণের অভিযোগ এনে তাদের তাৎক্ষণিক মুক্তি দাবি করেছে।
হুথিরা যে ভিডিওটি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে রকেট হামলার পর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত একটি জাহাজ ডুবে যাচ্ছে। ভিডিওটিতে হামলার আগের রেডিও যোগাযোগও দেখানো হয়েছে, যেখানে হুথিরা জাহাজটির ক্রুদের তাদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছিল।
এই জাহাজটির ক্ষয়ক্ষতি এবং ডুবে যাওয়া এই সপ্তাহে হুথিদের দ্বিতীয় এমন হামলা। এর আগে রবিবার তারা ম্যাজিক সিজ নামের একটি কার্গো জাহাজে হামলা চালায়, যার ফলে ক্রুদের জাহাজ ছেড়ে যেতে হয়। ইয়েমেনি এই গোষ্ঠী বারবার এমন জাহাজকে লক্ষ্য করছে যেগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আছে বলে তারা দাবি করে। তারা বলেছে, যতক্ষণ না ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান বন্ধ করছে, ততক্ষণ এই হামলা চালিয়ে যাবে।
বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছে, 'আমরা নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে আমাদের সামরিক অভিযান চালিয়ে যাব… যতক্ষণ না গাজায় হামলা বন্ধ হচ্ছে এবং অবরোধ প্রত্যাহার করা হচ্ছে।'
মে মাসে যুক্তরাষ্ট্রের বাহিনী হুথিদের ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার ওপর এক মাসেরও বেশি সময় ধরে বিমান হামলা চালানোর পর, হুথিরা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা বন্ধ করতে সম্মত হয়।
তবে, তারা ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা অন্য জাহাজে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেয়নি। গত কয়েক দিনের দুটি হামলার ঘটনা গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক বাণিজ্য রুটে আবারও শিপিং সংকটের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।