গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৬, যুদ্ধবিরতি আলোচনায় প্রস্তুত হামাস

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আজ শনিবার আরও অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাদ্য সহায়তা নিতে আসা অন্তত ৯ জন মানুষ রয়েছেন। যাদের মধ্যে তিনজন শিশু।
গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। একদিকে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫৭ হাজার ৩৩৮ জন। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৭ জনেরও বেশি মানুষ।
এদিকে হামাস বলছে, তারা নতুন এক প্রস্তাবের ভিত্তিতে 'তাৎক্ষণিকভাবে' আলোচনায় বসতে প্রস্তুত। প্রস্তাবটিতে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যাতে অবরুদ্ধ গাজায় জরুরি সহায়তা প্রবেশ করতে পারে।
হামাসের মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদও আলোচনায় সমর্থন দিয়েছে, তবে তারা জোর দিয়ে বলেছে, আলোচনার ফলাফল হিসেবে একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা থাকতে হবে।
হামাস এমন সময়ে এ কথা জানালো, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্প বৈঠকে যুদ্ধ থামাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবেন।