মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে যুবক নিহত
রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই ঘটনা ঘটে।
নিহত সিয়াম সেখানকার জাহিদ কার ডেকোরেশনের দোকানে কাজ করতেন। চা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে মারা যান তিনি।
জাহিদ কার ডেকোরেশনের স্বত্ত্বাধিকারীর ছেলে কামরান বলেন, 'সিয়ামের বাড়ি খুলনায়। সন্ধ্যায় চা আনতে গেলে মগবাজার ফ্লাইভারের ওপর থেকে একটি ককটেল নিচে পড়ে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে সে মারা যায়।'
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন্স) মো. মহিউদ্দিন।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন 'ককটেল বিস্ফোরণে একজন মারা গেছেন। তার নাম সিয়াম উদ্দিন, বয়স ২৬। পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানাতে পারব।'
