Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 24, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 24, 2025
অন্নপূর্ণা অভিযানের ৭৫ বছর: জয়ের আড়ালে চাপা পড়া এক নির্মম সত্যের গল্প

আন্তর্জাতিক

এল পাইস
27 June, 2025, 05:45 pm
Last modified: 27 June, 2025, 05:58 pm

Related News

  • পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল
  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • ভাড়া করা গাইড নিয়ে চীনে পর্বতারোহণ এখন জনপ্রিয়
  • ‘বিশ্ববিদ্যালয় ছেড়ে পর্বতারোহণ’: সবচেয়ে কমবয়সি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ ১৪ পর্বতশৃঙ্গ জয়
  • সবচেয়ে কম বয়সে ৮ হাজার মিটার উঁচু ১৪ পর্বতর্শৃঙ্গের চূড়ায় উঠে রেকর্ড ভাঙলেন নেপালি তরুণ

অন্নপূর্ণা অভিযানের ৭৫ বছর: জয়ের আড়ালে চাপা পড়া এক নির্মম সত্যের গল্প

চূড়ায় ওঠার দিন, মরিস হারজোগ তার সঙ্গী লাশেনালকে বলেছিলেন, যেন একের পর এক ছবি তোলা হতে থাকে তার । কিন্তু লাশেনাল ছবি তোলার জন্য দাঁড়াতে পারছিলেননা। তার পা জমে গিয়েছিল বরফে।তিনি শুধু নিচে নেমে আসতে চেয়েছিলেন, প্রাণ বাঁচাতে।
এল পাইস
27 June, 2025, 05:45 pm
Last modified: 27 June, 2025, 05:58 pm
অন্নপূর্ণার চূড়ায় মরিস হারজোগ, ১৯৫০ সালের ৩ জুন। সূত্র : এল পাইস

১৯৫০ সালের ৩ জুন।  প্রথমবারের মতো আট হাজার মিটারের উপরে কোনো শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস রচনা করে ফরাসি দুই পর্বতারোহী। মরিস হারজোগ ও লুইস লাশেনাল পৌঁছান হিমালয়ের অন্নপূর্ণা (৮,০৯১ মিটার) শিখরে ।

সেই কীর্তির ৭৫ বছর পূর্তিতে ফ্রান্স জুড়ে স্মরণ করা হয় এই 'ঐতিহাসিক বিজয়কে'। ফরাসি সংবাদমাধ্যমগুলো পুরনো বইপত্র, স্মৃতি আর গৌরবগাথা টেনে আনতে ব্যস্ত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই 'বীরত্বগাথা' যেন অনেকটাই পালটে গিয়েছে, জন্ম দিয়েছে নতুন বিতর্কের।  

চূড়ায় ওঠার দিন, মরিস হারজোগ তার সঙ্গী লাশেনালকে বলেছিলেন, যেন একের পর এক ছবি তোলা হতে থাকে তার । ছবিগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।

কিন্তু লাশেনাল ছবি তোলার জন্য দাঁড়াতে পারছিলেননা। তার পা জমে গিয়েছিল বরফে , ছিলনা তাতে কোন অনুভূতি। তিনি শুধু নিচে নেমে আসতে চেয়েছিলেন, প্রাণ বাঁচাতে। সেই অভিযানের একমাত্র সংরক্ষিত ছবিতে দেখা যায়, লাশেনাল কুঁকড়ে বসে আছেন বরফের মাঝে, যেন কোনো নির্দেশের অপেক্ষায় থাকা ক্লান্ত জীব।

কিন্তু লাশেনাল ছিলেন সে সময়কার সবচেয়ে সম্মানিত, দ্রুতগামী এবং অভিজ্ঞ পর্বতারোহী। পেশাদার 'হাই অলটিটিউড গাইড' হিসেবে তার খ্যাতি ছড়িয়েছিল চারদিকে।

আর হারজোগ? তিনি ছিলেন অপেশাদার, যার প্রধান লক্ষ্য ছিল গল্প লেখা, অন্নপুর্ণা বিজয়ের গল্প। লাশেনালের পাশাপাশি অভিযানে ছিলেন বিখ্যাত আরো দুই পর্বতারোহী লিওনেল তেরেই ও গাস্তোঁ রেবুফা। শর্ত ছিল পুরো অভিযান নিয়ে লিখবেন শুধু হারজোগ তার নিজের ভাষায়। বাকিদের অবশ্য এতে আপত্তি ছিল না। তারা চেয়েছিলেন শুধু নতুন একটা শৃঙ্গ ছুঁতে, জয়ের আনন্দ নিতে।

হারজোগের ছিল প্রয়োজনীয় অভিজ্ঞতার ঘাটতি । তবে লাশেনালের সাহস ও দক্ষতা সেসব ঘাটতি পুরণ করে দেয়। তবে হারজোগের ছিল এক ধরনের অন্ধ জেদ , তিনি চূড়া না ছুঁয়ে ফিরবেনই না।

৩ জুন সকালে, এই ভিন্ন মানসিকতার দুজন একসঙ্গে চলছিলেন চূড়ার দিকে। কিছুক্ষণের মধ্যেই লাশেনাল বুঝলেন, যদি এভাবে চলেন, তবে তার পা নষ্ট হয়ে যাবে, আর পা মানেই তো একজন পর্বতারোহীর পুরো জীবন। তখন তিনি হারজোগকে বললেন তিনি ফিরতে চান। প্রত্যুত্তরে হারজোগ জানায়, "তাইলে আমি একাই চলব।"এটা ছিল একরকম জেদ।

লাশেনাল জানতেন, পাহাড়ে একজন আরোহীর জীবন তার সঙ্গীর ওপর নির্ভর করে। সাথে এটাও জানতেন হারজোগ একা উঠলে আর ফিরবেন না,কেননা তার সেই দক্ষতা নেই, আছে শুধু উন্মাদনা। সেই বোধ থেকেই লাশেনাল হার মানেননি, উঠে যান হারজোগের সাথে। প্রতিটি পদক্ষেপেই পা হারানোর সম্ভাবনা বাড়ছিল। কয়েক ঘণ্টা ধরে তার পায়ে কোনো অনুভূতি ছিল না।

অন্নপূর্ণা । ফাইল ছবি

চূড়া জয়ের পর আসল লড়াই শুরু হয় নামার পথে। চারদিক ঘিরে ফেলে ঘন কুয়াশা। দিক হারিয়ে ফেলে দুই অভিযাত্রী। তখনই লুইস লাশেনালের ভেতরে জেগে ওঠে এক ধরনের অব্যক্ত টিকে থাকার তাগিদ। শেষপর্যন্ত তারা খুঁজে পান তেরেই ও রেবুফার সহায়তা। লাশেনাল আকুতি করেন তার বন্ধু তেরেইয়ের কাছে, "আমার পা… আমাকে এখনই নিচে নামাও। ডাক্তার দরকার।"

কিন্তু কুয়াশা আবার তাদের গিলে ফেলে। তারা চারজন ঠাঁই নেন এক বরফ-চিড়ের গভীরে,নেমে আসে চরম ঠান্ডা আর দুর্ভোগের এক রাত। হারজোগ হারিয়ে ফেলেছিলেন গ্লাভস, আর তার পরিণতিতে হারান হাতের আঙুল।এদিকে লাশেনালের ক্ষেত্রে দুঃস্বপ্ন বাস্তব হয়, কেটে ফেলতে হয় তার পায়ের সব আঙুল।

নেপাল থেকে ফেরার পথে একটি দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়, তেরেইয়ের কোলে ভর করে বিমান থেকে নামছেন লাশেনাল। শরীর যেন কেবল হাড় ও চামড়া, পা মোটা সাদা ব্যান্ডেজে মোড়ানো। তখন তার বয়স মাত্র ২৮।

এর এক বছর পর, মরিস হারজোগ প্রকাশ করেন অন্নপূর্ণা: ফার্স্ট কঙ্কুয়েস্ট অফ এন ৮০০০-মিটার পিক- আনুষ্ঠানিক অভিযান কাহিনি। বইটি হয়ে ওঠে বিশ্বজুড়ে বেস্টসেলার। ২ কোটির বেশি কপি বিক্রি হয়, অনূদিত হয় ৬০টিরও বেশি ভাষায়। হারজোগ হয়ে ওঠেন 'জাতীয় বীর'। পরবর্তীতে মন্ত্রী হন, হন মেয়রও।

কিন্তু এই বইয়ে লাশেনালের উপস্থিতি ধোঁয়াটে, সেই অস্পষ্ট শৃঙ্গ জয়ের ছবির মতোই। অথচ পর্বতারোহণ বিষয়ক সাহিত্যে বইটি হয়ে ওঠে এক 'ক্লাসিক', যেটি পরবর্তী অনেক অভিযানের ভিত্তি গড়ে দেয়।

১৯৫৫ সালে হারজোগের একচেটিয়া গল্প বলার চুক্তির মেয়াদ শেষ হলে, লাশেনাল শুরু করেন নিজের লেখা। সেখানে তিনি তুলে ধরতে চেয়েছিলেন সব অপূর্ণতা, অপ্রকাশিত সত্য। কিন্তু বই ছাপা দেখে যেতে পারেননি। স্কিইং করতে গিয়ে তিনি পড়ে যান এক বরফ-চিড়ায়, আর ফিরে আসেননি।

১৯৫৬ সালে তার বই প্রকাশ পায়, তবে অনেক অংশ সেন্সর করে দেন হারজোগ। সত্যিকারের লাশেনাল তখনও অধরা। তার প্রকৃত কণ্ঠস্বর প্রকাশিত হয় বহু বছর পর ২০২০ সালে, পলসেন এডিশন থেকে 'র‍্যাপেলস' নামে, সম্পূর্ণ ও অবিকৃত।

এরই মাঝে, ২১শ শতকের শুরুতে গুঞ্জন শুরু হয়,তারা কি সত্যিই চূড়ায় পৌঁছেছিলেন? নাকি সেটি ছিল এক চুক্তিবদ্ধ মিথ্যা? হারজোগ যেই শৃঙ্গ জয়ের ছবিটি উপস্থাপন করেছিলেন, তা চূড়ার ছবি না হয়ে যে কোনো জায়গারই হতে পারে।

তবে স্যাটেলাইট ছবি ও তুলনামূলক গবেষণায় সম্প্রতি প্রমাণ মেলে লাশেনাল ও হারজোগ চূড়ায় পৌঁছেছিলেন ঠিকই। যদিও অন্নপূর্ণার চূড়া আসলে এক দীর্ঘ ৩০০ মিটার রিজ, যেখানে রয়েছে দু-তিনটি প্রায় একই রকম শিখর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের পরাজয়ের পর যে সম্মান পুনরুদ্ধারের চেষ্টা চলছিল, তার অংশ হিসেবে অন্নপূর্ণা অভিযানকে ব্যবহার করা হয়। হারজোগ যেখানে চেয়েছিলেন ছবির মাধ্যমে 'ফ্রান্সের গৌরব' দেখাতে।লাশেনালের লেখায় উঠে আসে নিজের স্পষ্ট অবস্থান, তিনি ছিলেন না সেই জাতীয়তাবাদী আবেগের অংশ। লাশেনালের কাছে গুরুত্বপূর্ণ ছিল সুরক্ষিতভাবে ফিরে আসা। যেমনটা হয় অন্য কোনো সাধারণ অভিযানে।

পর্বত তার কাছে ছিল না কোনো পতাকা ওড়ানোর জায়গা। না কোনো বীরত্বগাথা রচনার কারখানা। না কোনো রাজনীতি বা আত্মপ্রচারের মঞ্চ। পর্বত মানেই নিজেকে জানার, বাঁচিয়ে রাখার এক অভিজ্ঞতা।

হারজোগের লেখা তাই অনেকটাই একতরফা। এক ধরনের আবেগে মোড়া বিজয়গাথা যা পরবর্তী কয়েক দশক ধরে পর্বতারোহণের মূল চিত্র হয়ে দাঁড়ায়: মানুষ বনাম পাহাড়, অসম্ভবকে জয়, পুরুষত্বের প্রতীক, গৌরব, বিজয়।

কিন্তু আজকের দুনিয়ায় সেই গল্প প্রাসঙ্গিকতা হারায়। আজ আর পর্বতজয় মানে 'জয় কিংবা মৃত্যু' নয় বরং 'জীবনের জন্যই জয়'। ঠিক একইরকম কথাই বলেছিলেন বিখ্যাত আমেরিকান পর্বতারোহী স্টিভ হাউস - "একজন পর্বতারোহীর সবচেয়ে বড় ব্যর্থতা হলো - ফিরে না আসা।"

বাকি সব, কেবল সাহিত্য।

 


অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

অন্নপূর্ণা বিজয় / পর্বতশৃঙ্গ জয় / অন্নপূর্ণা অভিযান / মরিস হারজোগ / লুইস লাশেনাল / পর্বতারোহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এই সময়
    নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল
  • ছবি: টিবিএস
    ছাপ্পান্নটি গবেষণা কেন্দ্র! নিজের ‘কীর্তি’ নিয়ে দিশেহারা ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ কমার্স ব্যাংকে আটকে আছে পল্লী সঞ্চয় ব্যাংকের ১৮৭ কোটি টাকা
    বাংলাদেশ কমার্স ব্যাংকে আটকে আছে পল্লী সঞ্চয় ব্যাংকের ১৮৭ কোটি টাকা
  • ছবি: টিবিএস
    সেরা প্রার্থী বাছাইয়ের চ্যালেঞ্জে বিএনপি, মনোনয়ন পেতে চলছে দৌড়ঝাঁপ
  • ম্যানচেস্টার শহরের কেন্দ্রস্থলে কঠোরতা-বিরোধী মিছিল চলাকালীন একজন কনজারভেটিভ পার্টির প্রতিনিধিকে ডিম ছোঁড়া হয়। ছবি: কোরবিস
    প্রাচীন যুগে শুরু শালগম ছুড়ে প্রতিবাদ যেভাবে ডিম ছোড়ায় রূপ নিল
  • নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর সময়ে ট্রাম্প প্রশাসন এ নিষেধাজ্ঞা দিয়েছে। ছবি: এপি
    মার্কিন নিষেধাজ্ঞা: অনুমতি ছাড়া কস্টকোতে কেনাকাটা করতে পারবেন না ইরানি কূটনীতিকরা

Related News

  • পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল
  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • ভাড়া করা গাইড নিয়ে চীনে পর্বতারোহণ এখন জনপ্রিয়
  • ‘বিশ্ববিদ্যালয় ছেড়ে পর্বতারোহণ’: সবচেয়ে কমবয়সি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ ১৪ পর্বতশৃঙ্গ জয়
  • সবচেয়ে কম বয়সে ৮ হাজার মিটার উঁচু ১৪ পর্বতর্শৃঙ্গের চূড়ায় উঠে রেকর্ড ভাঙলেন নেপালি তরুণ

Most Read

1
ছবি: এই সময়
বাংলাদেশ

নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল

2
ছবি: টিবিএস
ফিচার

ছাপ্পান্নটি গবেষণা কেন্দ্র! নিজের ‘কীর্তি’ নিয়ে দিশেহারা ঢাকা বিশ্ববিদ্যালয়

3
বাংলাদেশ কমার্স ব্যাংকে আটকে আছে পল্লী সঞ্চয় ব্যাংকের ১৮৭ কোটি টাকা
অর্থনীতি

বাংলাদেশ কমার্স ব্যাংকে আটকে আছে পল্লী সঞ্চয় ব্যাংকের ১৮৭ কোটি টাকা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সেরা প্রার্থী বাছাইয়ের চ্যালেঞ্জে বিএনপি, মনোনয়ন পেতে চলছে দৌড়ঝাঁপ

5
ম্যানচেস্টার শহরের কেন্দ্রস্থলে কঠোরতা-বিরোধী মিছিল চলাকালীন একজন কনজারভেটিভ পার্টির প্রতিনিধিকে ডিম ছোঁড়া হয়। ছবি: কোরবিস
আন্তর্জাতিক

প্রাচীন যুগে শুরু শালগম ছুড়ে প্রতিবাদ যেভাবে ডিম ছোড়ায় রূপ নিল

6
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর সময়ে ট্রাম্প প্রশাসন এ নিষেধাজ্ঞা দিয়েছে। ছবি: এপি
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা: অনুমতি ছাড়া কস্টকোতে কেনাকাটা করতে পারবেন না ইরানি কূটনীতিকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net