রুশ বাহিনীর অগ্রগতির ফলে সুমি শহর হুমকির মুখে: ইউক্রেনের সতর্কবার্তা
ইউক্রেনের উত্তরাঞ্চলের সুমি অঞ্চলে রুশ বাহিনী তাদের ফ্রন্টলাইন সম্প্রসারণ করেছে, এর ফলে হুমকির মুখে রয়েছে শহরটি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা অ্যান্ড্রিভকা গ্রাম দখল করেছে।
সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ গ্রিহোরভ ফেসবুকে জানান, 'সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি জটিল ও গতিশীল, তবে নিয়ন্ত্রণে রয়েছে।'
রুশ বাহিনী সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত গোলাবর্ষণ করছে। এ হামলায় আবাসিক ভবন, খামার ও বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।'
ইউক্রেনের সামরিক মুখপাত্র ইভান শেভচভ জানান, রুশ বাহিনী প্রায় ১৫ কিলোমিটার ফ্রন্টলাইনে ৬-৭ কিলোমিটার গভীর পর্যন্ত অগ্রসর হয়েছে।
তিনি সতর্ক করেন, যদি ইউনাকিভকা শহর দখল হয়, তবে সুমি শহর সরাসরি হুমকির মুখে পড়বে।
সামরিক বিশ্লেষকরা বলছেন, সুমিতে রুশ বাহিনীর অগ্রগতি ও ড্রোন হামলা ইউক্রেনের দক্ষিণ-পূর্ব দনবাস অঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে ফেলছে।
সাম্প্রতিক রুশ গোলাবর্ষণে সুমি শহরে চারজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। এছাড়া, সুমি অঞ্চলের ১১টি গ্রামে বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় রাশিয়া দাবি করেছে, যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে বড় অংশের ভূখণ্ড ছেড়ে দিতে হবে এবং সেনাবাহিনীর আকার সীমিত করতে হবে।
ইউক্রেনের সাম্প্রতিক পাল্টা হামলায় রাশিয়ার কৌশলগত বোমারু বিমান ও ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
