গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ছাড়াল

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত মানুষের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন গাজা সিটির একটি স্কুলে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ৩৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এছাড়াও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে কয়েক হাজার মানুষ। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল আবার হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩ হাজার ৯০১ জন। এছাড়াও এই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে কিংবা হামলায় আহত হয়ে পরে মারা গেছেন এমন মানুষের সংখ্যা অন্তত এক হাজার।
আর যুদ্ধবিরতি হওয়ার আগে অর্থাৎ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত মারা গেছেন ৪৬ হাজার ৯১৩ জন।
বেসামরিক স্থাপনাগুলোতে ভয়াবহ এসব হামলাকে 'ঘৃণ্য' বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেন।
এদিকে গাজাজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তথ্যমতে, এসব হামলার কারণে গত ১৫ মে থেকে ২৫ মে পর্যন্ত মাত্র ১০ দিনে গাজায় ১ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালানো হয়। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। আহত হন কয়েক হাজার মানুষ। বন্দী করে গাজায় আনা হয় প্রায় আড়াই শ জনকে। এ ঘটনার পরপরই গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল।