কেরালায় বিপজ্জনক পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ায় উপকূলজুড়ে সতর্কতা জারি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার উপকূলে একটি তেল ও বিপজ্জনক রাসায়নিকবাহী জাহাজ ডুবে যাওয়ার পর পুরো উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসি'র।
রোববার (২৫ মে) কোচি শহরের উপকূলে একটি লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ উল্টে যায় এবং এতে থাকা বিপজ্জনক পদার্থ ও জ্বালানি সমুদ্রে ছড়িয়ে পড়ে। এই উপকূলীয় অঞ্চলটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবেও পরিচিত।
জাহাজটিতে থাকা ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে ৬৪০টি কনটেইনারের কিছু উপকূলের দিকে ভেসে আসতে দেখা গেছে, যার ফলে স্থানীয়ভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
জাহাজ ও এর পণ্যে থাকা তেল, জ্বালানি এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ সমুদ্র ও উপকূলবর্তী বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'ছড়িয়ে পড়া তেল যেকোনো উপকূলীয় অঞ্চলে পৌঁছাতে পারে—এই আশঙ্কায় পুরো উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।'
সমুদ্র উপকূলে বসবাসকারী বাসিন্দাদের উদ্দেশে কর্তৃপক্ষ জানিয়েছে, ভেসে আসা কোনো কনটেইনার বা তেলে হাত না দিতে। জেলেদেরকেও ডুবে যাওয়া জাহাজের আশপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার কর্মকর্তারা জানান, তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে দূষণ রোধে বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় কোস্ট গার্ড দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জামসহ একটি জাহাজ ঘটনাস্থলে পাঠিয়েছে। এছাড়া তেল ছড়িয়ে পড়ার অবস্থান শনাক্ত করতে সক্ষম একটি বিশেষ বিমানের সাহায্যে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে।
'এমএসসি এলসা ৩' নামের ওই জাহাজটি ভিঝিঞ্জাম বন্দর থেকে কোচির দিকে যাওয়ার পথে সমুদ্র উপকূল থেকে ৩৮ নটিক্যাল মাইল দূরে আসার পর হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে।
রোববার ভোররাতে জাহাজটির একটি কক্ষে পানি ঢুকে পড়লে সেটি আরব সাগরে ডুবে যায়।
ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটিতে বিপজ্জনক পদার্থবাহী ১৩টি এবং ক্যালসিয়াম কার্বাইডবাহী ১২টি কনটেইনার ছিল। ক্যালসিয়াম কার্বাইড পানির সংস্পর্শে এলে দাহ্য গ্যাস তৈরি করে।
এছাড়া জাহাজটির ট্যাঙ্কে ৮৪ দশমিক ৪৪ মেট্রিক টন ডিজেল ও ৩৬৭ দশমিক ১ মেট্রিক টন ফার্নেস অয়েল ছিল।
ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা জাহাজের সব নাবিককে নিরাপদে উদ্ধার করে।