নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর জাহাজের ধাক্কা, আহত অন্তত ২২

নিউইয়র্ক সিটির বিখ্যাত ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি উঁচু প্রশিক্ষণজাহাজ ধাক্কা দেওয়ার ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মেক্সিকান নৌবাহিনী। খবর বিবিসির।
শনিবার সন্ধ্যায় 'কুয়াউথেমক' নামের ওই বিশাল পালতোলা জাহাজটি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এর উঁচু মাস্তুল ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। ঘটনার ভিডিওতে দেখা যায়, জাহাজের মাস্তুলগুলো ব্রিজের নিচে আটকে গিয়ে ভেঙে পড়ে যায়।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ধাক্কা লাগার সময় মাস্তুলের ওপরে কয়েকজন নাবিক ছিলেন। মাস্তুলের অংশ জাহাজের ডেকে পড়ে আহত হন অনেকেই।
দুর্ঘটনার পর মাস্তুলের ক্রসবিমে সাদা ইউনিফর্ম পরা নৌ-ক্যাডেটদের ঝুলে থাকতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, কেউ পানিতে পড়ে যাননি—সব আহতই জাহাজের ভেতরে ছিলেন।
নিউইয়র্কের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট (এনওয়াইসিইএম) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাস্থলে সাড়া দিচ্ছে। তবে বিস্তারিত কিছু জানায়নি তারা।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ২৭৭ জন ছিলেন। তবে ব্রুকলিন ব্রিজে কোনো ক্ষতি হয়নি। তিনি ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
পুলিশের একজন কর্মকর্তা ধারণা করছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দক্ষিণ স্ট্রিট সিস্পোর্ট এলাকার কাছে ব্রিজের একপ্রান্তে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, বিশাল জাহাজটি ব্রিজে ধাক্কা খাওয়ার পর দুলে গিয়ে ডকের দিকে ঝুঁকে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশের মানুষজন দৌড়ে নিরাপদে সরে যান।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা আহতদের সেবা দিচ্ছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন বা তারা জাহাজে ছিলেন নাকি ব্রিজে—সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এনওয়াইসিইএম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, 'ঘটনার বিস্তারিত এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে।'
এদিকে নিউইয়র্ক পুলিশ বাসিন্দাদের ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিপোর্ট ও ব্রুকলিনের ডাম্বো এলাকায় সাধারণ মানুষকে না যাওয়ার আহ্বান জানিয়েছে। ওইসব এলাকায় যানজট ও জরুরি যানবাহনের ভিড় থাকবে বলেও সতর্ক করা হয়েছে।
জাহাজটি একটি সৌহার্দ্য সফরের অংশ হিসেবে নিউ ইয়র্কে এসেছিল।
১৮৮৩ সালে নির্মিত ব্রুকলিন ব্রিজ নিউইয়র্কের অন্যতম প্রধান আকর্ষণ এবং ম্যানহাটন ও ব্রুকলিনের সংযোগস্থল। এক সময় এটি বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ ছিল।
নিউইয়র্ক-এর পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। প্রাথমিক পরিদর্শনের পর উভয় দিকেই যান চলাচল পুনরায় শুরু হয়েছে।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত মেক্সিকান রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ক্যাডেটদের পাশে রয়েছেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সাউথ স্ট্রিট সিস্পোর্ট মিউজিয়াম জানিয়েছে, ১৯৮১ সালে স্পেনের বিলবাও শহরের সেলায়া শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল প্রশিক্ষণজাহাজ কুয়াউথেমক। নিউইয়র্ক সফরের অংশ হিসেবে জাহাজটি মিউজিয়ামের সহ-আয়োজনে শনিবার সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল।
পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, নিউইয়র্ক ত্যাগের পর জাহাজটির গন্তব্য ছিল আইসল্যান্ড।
৯৪৮ ফুট দৈর্ঘ্যের ওই জাহাজের ধাক্কায় বাল্টিমোর বন্দরের চার লেনের সেতুটি ভেঙে যায়। এসময় সেতুর উপর চলাচলরত বেশ কয়েকটি গাড়ি ও মানুষ নিচের প্যাটাপসকো নদীতে পড়ে তলিয়ে যায়।