কাতারের লুসাইল প্রাসাদে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মুকেশ আম্বানি, ছিলেন মাস্কও

মার্কিন প্রেসিডেন্টের সম্মানে কাতারে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। এক ভিডিওতে দোহার লুসাইল প্রাসাদে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আম্বানিকে ট্রাম্প ও কাতারের আমিরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্প ও কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি প্রায় এক ঘণ্টা রিসিভিং লাইনে দাঁড়িয়ে থেকে অতিথিদের স্বাগত জানান। মুকেশ আম্বানিসহ বেশ কয়েকজন প্রভাবশালী অতিথি এই নৈশভোজে অংশ নেন।
ভেতরে যাওয়ার আগে ট্রাম্পের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন আম্বানি। পরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও করমর্দন করেন তিনি। এরপর ভেতরে প্রবেশের সময় আম্বানিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্টিভ লুটনিকের সঙ্গে কথা বলতে ও হাসতে দেখা যায়।
এটি ছিল ট্রাম্পের সঙ্গে মুকেশ আম্বানির দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে জানুয়ারিতে তিনি ও তার স্ত্রী নীতা আম্বানি যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিষেক-পূর্ব এক নৈশভোজে অংশ নিয়েছিলেন।
লুসাইল প্রাসাদে অনুষ্ঠিত নৈশভোজ ছিল জাঁকজমকপূর্ণ। সেখানে বাদ্য ও সংগীতের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়।
ওয়াশিংটন পোস্ট আরও জানায়, টেসলার সিইও ইলন মাস্কও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যদিও তিনি ৩০ মিনিট দেরিতে আসেন।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন নিউজম্যাক্সের প্রতিষ্ঠাতা ক্রিস রুডি, ব্ল্যাকস্টোনের সিইও স্টিফেন শোয়ার্জম্যান ও ইলন মাস্কের ঘনিষ্ঠ বন্ধু আন্তোনিও গ্রাসিয়াস।
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতারে যান ট্রাম্প। সফরে তিনি কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ঘুরে দেখেন। সফরের শুরু করেছেন সৌদি আরব থেকে।
পিটিআই-এর বরাতে জানা গেছে, কাতারে সফরকালে ট্রাম্প দেশটির নেতাদের আহ্বান জানান, তারা যেন ইরানের ওপর তাদের প্রভাব ব্যবহার করে দেশটির দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে রাজি করায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করে।