ভেঙে দেওয়া হলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, অবসান ঘটবে তুরস্কে কয়েক দশক ধরে চলা সংঘাতের

তুরস্কের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে নিজেদের ভেঙে দেওয়ার এবং অস্ত্র পরিত্যাগের ঘোষণা দিয়েছে।
সোমবার (১২ মে) দলটির ঘনিষ্ঠ একটি সংবাদমাধ্যম ফিরাত নিউজ এজেন্সি এই ঘোষণা দেয়। তুরস্কের সঙ্গে চার দশকের সহিংসতা বন্ধে নতুন একটি শান্তি উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিছুদিন আগে ইরাকের উত্তরে দলটির কংগ্রেস অনুষ্ঠিত হয়। তার পরপরই এই সিদ্ধান্ত এলো।
শুক্রবারের কংগ্রেসের পর পিকেকে জানিয়েছিল, তারা 'ঐতিহাসিক' কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।
ফিরাতের প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসে পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের 'ভাবনা ও প্রস্তাবনা' পাঠ করে শোনানো হয়।
ওজালান ১৯৯৯ সাল থেকে কারাবন্দি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি পিকেকে-কে অস্ত্র ত্যাগ করে দল ভেঙে দেওয়ার আহ্বান জানান। তার উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের এই সংঘাতের অবসান ঘটানো। ১৯৮০-এর দশক থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ মারা গেছে।
তুরস্ক এবং অধিকাংশ পশ্চিমা দেশ পিকেকে-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ফেব্রুয়ারিতে ওজালানের আহ্বানের পর সংগঠনটি যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
তবে তারা দল ভাঙার জন্য কিছু শর্ত দিয়েছিল, যার মধ্যে ছিল শান্তি আলোচনার জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠার দাবি।