ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর ফের বিস্ফোরণের শব্দ

ভারত ও পাকিস্তান আজ শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগর ও জম্মুতে জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জম্মুর আকাশে রাতের বেলায় গতরাতের মতোই আলোর ঝলকানি ও কিছু উড়ে যেতে দেখা গেছে।
তবে এ বিষয়ে জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তান ও ভারতের সামরিক বাহিনীর কেউ সাড়া দেননি।
আরও পড়ুন: ভারত ও পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প
এর আগে আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, 'যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতে দীর্ঘ আলোচনার পর উভয় দেশই পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।'
তিনি উভয় দেশকে অভিনন্দন জানিয়ে আরও লিখেছেন, 'সাধারণ জ্ঞান ও উচ্চ বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য দুই দেশকেই অভিনন্দন। এ বিষয়ে আপনাদের মনোযোগী হওয়ার জন্য ধন্যবাদ!'