যে কারণে ভারত-পাকিস্তান সংঘাত সমুদ্রে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে

ভারত-পাকিস্তান উত্তেজনার সাম্প্রতিক পরিস্থিতিতে সমুদ্রপথে সম্ভাব্য সংঘাত নিয়ে সতর্ক করেছেন সামরিক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মার্কিন নৌ-অ্যাডমিরাল এবং ন্যাটোর সাবেক সর্বাধিনায়ক জেমস স্ট্যাভরিডিস। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গে নিজের বিশ্লেষণধর্মী মতামত দিয়েছেন তিনি।
তার মতে এই সংঘাত সমুদ্রপথে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ভারত মহাসাগরে সমুদ্র অভিযানের অনেক সুযোগ রয়েছে। উভয় দেশের নেতারা ভাবতে পারেন যে সমুদ্রপথে নৌবাহিনী ব্যবহার করলে সংঘাত তেমন বাড়বে না কারণ এখানে বেসামরিক হতাহতের আশঙ্কা নেই । কিন্তু, সমুদ্রপথে সামরিক অভিযান খুব সহজেই বিপজ্জনক রূপ নিতে পারে। নৌবাহিনীর মাধ্যমে একে অপরকে ভয় দেখানোর কৌশল দুই দেশকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
তিনি আরও বলেন, ভারতীয় নৌবাহিনী অত্যন্ত সক্ষম—তাদের দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার (বিমানবাহী রণতরী), বহু জাহাজ, ১৬টি অ্যাটাক সাবমেরিন এবং ৭০ হাজারের বেশি নাবিক রয়েছে। এছাড়া, বোয়িং পি-৮ পোসেইডন নজরদারি বিমান ছাড়াও যুদ্ধবিমান, আক্রমণকারী বিমান এবং হেলিকপ্টারও পরিচালনা করে ভারত।
জেমস স্ট্যাভরিডিস বলেন, 'অন্যদিকে, পাকিস্তানের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট, যারা প্রায় ৩০ হাজার নাবিক নিয়ে উপকূলভিত্তিক কার্যক্রমে নিয়োজিত। তবে চীন ও তুরস্কের সহায়তায় তাদের এখন বেশকিছু যুদ্ধজাহাজ এবং আটটি সক্রিয় সাবমেরিন রয়েছে। তারা পি-৩ ওরিয়ন নজরদারি বিমান ব্যবহার করে এবং উভয় দেশেরই দক্ষ সামুদ্রিক বিশেষ বাহিনী রয়েছে।'
তিনি আরও বলেন, ভারতের পাকিস্তানি নৌবাহিনীর ওপর সরাসরি আক্রমণের সম্ভাবনা কম হলেও, ভারতের অপ্রত্যাশিত শক্তি প্রদর্শন পাকিস্তানি জাহাজগুলোকে পালটা আক্রমণ করতে বাধ্য করতে পারে।
উল্লেখ্য, গতরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর চলছে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ।
ভারত জানিয়েছে, কাশ্মীরসহ পাকিস্তানের নয়টি স্থানে তারা হামলা চালিয়েছে। গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এই পাল্টা পদক্ষেপ নেয় তারা।
এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ৭ মে মধ্যরাতের পর আকাশে উড়ে যাওয়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা।