বিশ্বের সবচেয়ে লম্বা ও সবচেয়ে ছোট কুকুরের যখন সাক্ষাৎ হয়!

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি ফার্মে সম্প্রতি একসঙ্গে দেখা যায় দুটি কুকুর। এর মধ্যে একটির রয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের খেতাব। আর অন্যটি আকারে বিশ্বের সবচেয়ে ছোট। তবে আকারের এই পার্থক্য তাদের বন্ধুত্বের মধ্যে খুব একটা প্রভাব ফেলেনি। ঘরের ভেতরে কিংবা বাইরে সবুজ মাঠে দুই জায়গাতেই জমে ওঠে তাদের বন্ধুত্বের মুহূর্তগুলো।
সবচেয়ে লম্বা এই কুকুরের নাম রেজিনাল্ড। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের এই কুকুরটির বয়স ৭ বছর। এটি গ্রেট ডেন প্রজাতির কুকুর। আর সবচেয়ে ছোট কুকুরটির নাম পার্ল। এটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের চিহুয়াহুয়া প্রজাতির কুকুর।
রেজিনাল্ড মোটামুটি ছোট আকারের একটি ঘোড়ার সমান। আর পার্ল এতটাই ছোট যেন একটি আপেলের সমান।
পার্লের বয়স ৪ বছর। এটি লম্বায় মাত্র ৩.৫৯ ইঞ্চি। এর আগে সবচেয়ে ছোট কুকরের খেতাব ছিল মিলি নামের একটি কুকুরের। এটির উচ্চতাও ছিল চার ইঞ্চির কম। কুকুরটি ২০২০ সালে মারা যায়। মিলি ও পার্ল একই প্রজাতির কুকুর।
মিলি ও পার্ল দুটি কুকুরেরই জন্মের সময় ওজন ছিল মাত্র ১ আউন্স।
রেজিনাল্ডের মালিক স্যাম জনসন রেইস জানান, কুকুরের চেয়ে মানুষকে একটু বেশি পছন্দ করে রেজিনাল্ড। পার্লের সঙ্গে সাক্ষাৎ ওর জন্য হয়ত একটু অদ্ভুতই ছিল। কারণ এর আগে এত ছোট কুকুর কখনোই ও দেখেনি।

রেইস বলেন, '(পাশাপাশি হাঁটাচলার সময়) রেজিনাল্ড খুব সতর্ক এবং একইসঙ্গে একটু চিন্তিতও ছিল। ও খুব সাবধানে পা ফেলছিল, যাতে পার্লের ওপর পা না পড়ে বা ওর কোনো ক্ষতি না হয়। ও শুধু বুঝতে পারছিল যে পার্ল পাশে আছে।'
প্রথম প্রথম দেখা হওয়ার পর বিছানা ও খেলনা নিয়ে কুকুর দুটির মধ্যে হয়ত কিছুটা ঈর্ষা ছিল। তবে আইডাহোর ফার্মটিতে একসাথে দুদিন থাকার পর ওদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। ওদের দেখা যায় একসঙ্গে দৌড়াতে, লেজ নাড়াতে।
পার্লের মালিক সেমলার বলেন, 'আমার মনে হয় পার্ল ভালো বন্ধু পেয়েছে।'
সেমলার জানান, পার্ল প্রতিদিন কোন পোশাকটি পরবে, তা নিজেই বেছে নেয়। ও পা দিয়ে পছন্দের পোশাকটি ইশারা করতে পারে।
রেইস জানান, তার কুকুরটিও মাঝে মাঝে পার্লের মতো আচরণ করে। ও একটু বেশি আদর পেতে চায়। আর কোনো কিছুর দরকার হলে সেটিও বুঝিয়ে দিতে পারে রেজিনাল্ড।