পুলিৎজার জিতল রয়টার্স, ওয়াশিংটন পোস্ট; কমেন্টারি ক্যাটাগরিতে জিতলেন ফিলিস্তিনি লেখক

ফিলিস্তিনি কবি ও লেখক মোসাব আবু তোহা কমেন্টারি ক্যাটাগরিতে ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার পেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি গোষ্ঠীগুলোর দ্বারা বহিষ্কারের হুমকির শিকার হয়েছেন।
আবু তোহা সোমবার (৫ মে) এই পুরস্কার জিতেন। 'দ্য নিউ ইয়র্কার'-এ প্রকাশিত তার প্রবন্ধগুলো গাজায় চলমান শারীরিক ও মানসিক ক্ষতির বিষয় তুলে ধরে। সেখানে গভীর প্রতিবেদন এবং আত্মজীবনীর মাধুর্যে ফিলিস্তিনি যুদ্ধের অভিজ্ঞতা ফুটে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, 'আমি সম্প্রতি কমেন্টারির জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছি। এটি আশা নিয়ে আসুক। এটি যেন এক গল্প হয়ে থাকে।'
এই মন্তব্যটি তার সহকর্মী ফিলিস্তিনি কবি রেফাত আলআরির প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে ধরা হচ্ছে, যিনি ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন। আলআরির শেষ কবিতার নাম ছিল, 'ইফ আই মাস্ট দাই, লেট ইট বি আ টেল' (যদি আমাকে মরতে হয়, তবে তা যেন এক গল্প হয়)।
২০২৩ সালে আবু তোহাকে গাজায় ইসরায়েলি বাহিনী আটক করেছিল। পরে মিশরে মুক্তি পেয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন।
এক প্রবন্ধে তিনি লেখেন, 'গত বছর আমি আমার অনেক স্মৃতির দৃশ্যমান অংশ হারিয়েছি – যাঁরা এবং যেসব জায়গা ও জিনিস আমাকে স্মরণ করতে সাহায্য করত।'
তোহা বলেন, 'আমি ভালো স্মৃতি তৈরি করতে সংগ্রাম করেছি। গাজায়, প্রতিটি ধ্বংস হওয়া বাড়ি এক ধরনের অ্যালবাম হয়ে ওঠে, যেখানে ছবি নয়, বাস্তব মানুষ থাকে, মৃতদেহগুলো তার পাতায় চাপা পড়ে।'
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডানপন্থি গোষ্ঠীগুলো আবু তোহার বহিষ্কার দাবি করেছে। নিরাপত্তাহীনতার কারণে লেখক কিছু বিশ্ববিদ্যালয়ে তার অনুষ্ঠান বাতিল করেছেন।
ফিলিস্তিনি কবি আল জাজিরার দ্য টেক পডকাস্টে ডিসেম্বর মাসে বলেন, গাজায় মানুষের সাহায্য করতে না পারার অনুভূতি 'ধ্বংসাত্মক'।
এদিকে, নিউ ইয়র্ক টাইমস সোমবার ব্যাখ্যামূলক প্রতিবেদন, স্থানীয় প্রতিবেদন, আন্তর্জাতিক সংবাদ এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে।
চারটি পুরস্কারের মাধ্যমে নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদপত্রটি এই বছর পুলিৎজারের ১৪টি সাংবাদিকতা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে।
পুলিৎজার পুরস্কারের নামকরণ করা হয়েছে হাঙ্গেরীয়-মার্কিন সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারের নামে। সাংবাদিক ও একাডেমিকদের একটি বোর্ড পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করেন। প্রতি বছর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিজয়ীদের ঘোষণা করা হয়।
নিউ ইয়র্ক টাইমস সুদান সংঘাতের ওপর প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
এছাড়া, গত বছর ট্রাম্পের হত্যাচেষ্টা সম্পর্কিত প্রতিবেদনের জন্য দ্য ওয়াশিংটন পোস্ট ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স ফেন্টানিলের প্রতি শিথিল নিয়ন্ত্রণ নিয়ে গভীর প্রতিবেদন প্রকাশের জন্য অনুসন্ধানী রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে।
পুলিৎজার পুরস্কার ২০২৫ বিজয়ীদের তালিকা
সাংবাদিকতা বিভাগ
- পাবলিক সার্ভিস: প্রো পাবলিকা
- তদন্তমূলক প্রতিবেদন: রয়টার্স
- ব্রেকিং নিউজ: দ্য ওয়াশিংটন পোস্ট
- ব্যাখ্যামূলক প্রতিবেদন: আজম আহমেদ, ক্রিস্টিনা গোল্ডবাউম ও ম্যাথিউ আইকিন্স (দ্য নিউ ইয়র্ক টাইমস)
- স্থানীয় প্রতিবেদন: আলিসা ঝু, নিক থিয়েম ও জেসিকা গ্যালাঘার (দ্য বাল্টিমোর ব্যানার ও দ্য নিউ ইয়র্ক টাইমস)
- জাতীয় প্রতিবেদন: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
- আন্তর্জাতিক প্রতিবেদন: ডেকলান ওয়ালশ ও দ্য নিউ ইয়র্ক টাইমস
- অডিও প্রতিবেদন: দ্য নিউ ইয়র্কার
- সম্পাদকীয় লেখা: রাজ মাঙ্কাদ, শ্যারন স্টেইনম্যান, লিসা ফাল্কেনবার্গ ও লিয়া বিনকোভিৎজ (দ্য হিউস্টন ক্রনিকল)
- সমালোচনা: আলেক্সান্দ্রা ল্যাঙ্গ (ব্লুমবার্গ সিটিল্যাব)
- চিত্রিত প্রতিবেদন ও মন্তব্য: অ্যান টেলনেস (দ্য ওয়াশিংটন পোস্ট)
- ব্রেকিং নিউজ ফটোগ্রাফি: ডগ মিলস (দ্য নিউ ইয়র্ক টাইমস)
- ফিচার ফটোগ্রাফি: মোজেস সামান (দ্য নিউ ইয়র্কার)
সাহিত্য বিভাগ
- গল্প: পার্সিভাল এভারেট ("জেমস")
- নাটক: ব্র্যান্ডেন জ্যাকবস-জেনকিন্স ("পারপাস")
- স্মৃতিকথা: টেসা হালস ("ফিডিং গোস্টস")
- জীবনী: জেসন রবার্টস ("এভরি লিভিং থিং")
- ইতিহাস: ক্যাথলিন ডুভাল ("নেটিভ নেশনস") ও এড্ডা এল. ফিল্ডস-ব্ল্যাক ("কম্বি")
- সাধারণ নন-ফিকশন: বেনজামিন নাথানস ("টু দ্য সাকসেস অফ আওয়ার হোপলেস কজ")
- কবিতা: মেরি হাও ("নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস")
- সঙ্গীত: সুসি ইবারা ("স্কাই আইল্যান্ডস")
- বিশেষ উদ্ধৃতি: চাক স্টোন (মরনোত্তর)