এক সময়ের জনপ্রিয় অ্যাপ স্কাইপ আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে

দীর্ঘ প্রায় ২২ বছর বিশ্বজুড়ে ব্যবহারকারীদের সংযুক্ত করার পর এবার বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম স্কাইপ। আজ সোমবার (৫ মে) থেকে ভিডিও ও অডিও কলিংয়ের এই সফটওয়্যার বন্ধ হয়ে যাচ্ছে।
সফটওয়্যারটির যাত্রা শুরু হয় ২০০৩ সালে। বিনামূল্যে অডিও ও ভিডিও কলের সুবিধার কারণে অল্প সময়ের মধ্যেই এটি তুমুল জনপ্রিয়তা পায়। ২০১০-এর দশকের মাঝামাঝি সফটওয়্যারটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে গিয়েছিল। যাত্রা শুরুর পর অডিও ও ভিডিও কল সেবার মাধ্যমে বলা যায় ইন্টারনেট যোগাযোগের ধরন বদলে দিয়েছে অ্যাপটি।
কেন বন্ধ হচ্ছে?
২০১১ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপ কিনে নেয়। মাইক্রোসফট অ্যাপটিকে ইন্টারনেট যোগাযোগ কৌশলের প্রধান মাধ্যমে পরিণত করতে চেয়েছিল। তবে ওই সময়ে হোয়াটসঅ্যাপ, জুম এবং মাইক্রোসফটের নিজস্ব অ্যাপ টিমস জনপ্রিয়তা পাওয়ায় স্কাইপের ব্যবহার কমতে থাকে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মাইক্রোসফট জানায়, ৫ মে থেকে স্কাইপ বন্ধ করে দেওয়া হবে। এর বদলে নিজেদের যোগাযোগ পরিষেবা আরও কার্যকর ও সমন্বিত করতে তারা 'টিমস' এর উন্নয়নে মনোযোগ দেবে।
এ সিদ্ধান্তের ফলে স্কাইপের ফ্রি ও পেইড উভয় সংস্করণই বন্ধ হচ্ছে। তবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপাতত 'স্কাইপ ফর বিজনেস' কিছুদিন চালু থাকবে।