‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী 'ধর্ষণ' শব্দটি ব্যবহারের পরিবর্তে 'নারী নির্যাতন' শব্দ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেছেন, 'আমি ধর্ষণ শব্দটিকে খুব অপছন্দ করি। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার না করার জন্য। এর পরিবর্তে আপনারা ''নারী নির্যাতন'' বা ''নিপীড়ন'' বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।'
আজ শনিবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ডেইলি স্টার ভবনে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে 'হেল্প' অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এ অ্যাপ চালু করেছে। অ্যাপটির পুরো নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প)।
আরও পড়ুন: গণপরিবহনে নারীদের সুরক্ষায় 'হেল্প' অ্যাপ, অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করা হবে
এছাড়াও যেসব ঘটনা জনমনে আতঙ্ক বা ভয় সৃষ্টি করে, সেগুলো টেলিভিশনে কম দেখানোরও অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, '[ধর্ষণ সম্পর্কিত] সংবাদ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। বারবার এই সংবাদ প্রকাশ/সম্প্রচার না করাই ভালো।'