পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের বিমানসংস্থাগুলোর জন্য ভারতের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি।
সূত্র জানিয়েছে, পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য ভারতের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে একটি 'এনওটিএএম' (নোটিস টু এয়ারমেন) জারি করা হয়েছে।
ভারতের এই সিদ্ধান্তের এক সপ্তাহ আগেই পাকিস্তান ভারতীয় বিমানসংস্থাগুলোর জন্য তার আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল।
এদিকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআইএ বুধবার গিলগিট, স্কারদু এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্যান্য উত্তরাঞ্চলের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
উর্দু দৈনিক 'জঙ্গ' জানিয়েছে, পিআইএ করাচি ও লাহোর থেকে স্কারদুর উদ্দেশে দুটি করে ফ্লাইট বাতিল করেছে।
এভিয়েশন সূত্রের বরাতে পত্রিকাটি আরও জানায়, ইসলামাবাদ থেকে স্কারদু যাওয়ার দুটি ফ্লাইট এবং ইসলামাবাদ থেকে গিলগিটগামী চারটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ায় পাকিস্তান তাদের আকাশসীমা পর্যবেক্ষণ আরও জোরদার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা।
পত্রিকাটি লিখেছে, 'নিরাপত্তাজনিত কারণে বুধবার গিলগিট ও স্কারদু রুটে নির্ধারিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।'
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপগুলো সতর্কতামূলক এবং আঞ্চলিক উত্তেজনার সময় জাতীয় আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
পত্রিকাটি আরও জানিয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষ দেশের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করেছে এবং নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করেছে।