এবার মালয়েশিয়াও ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করবে
মালয়েশিয়া আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তারা অস্ট্রেলিয়ার নেওয়া পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করছে। অস্ট্রেলিয়াতেও আগামী মাস থেকে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
রোববার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল জানান, মালয়েশিয়ার সরকার বিবেচনা করছে যে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং টিকটক-এর মতো প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো চাইলে ইলেকট্রনিক 'নো ইয়োর কাস্টমার' (ইকেওয়াইসি) নামে একটি সিস্টেম ব্যবহার করে ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে পারে। এর মাধ্যমে তারা সরকারি পরিচয়পত্র এবং বায়োমেট্রিক পদ্ধতি অন্তর্ভুক্ত করে পরিচয় যাচাই করতে পারে।
রোববার রাজধানী কুয়ালালামপুরে সাইবার প্রতারণা সচেতনতা সংক্রান্ত এক সেমিনারে ফাহমি ফাদজিল বলেন, 'আমরা আশা করি সব প্ল্যাটফর্ম আগামী বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে।'
যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলে, তারা কোনো জবাব দেয়নি। ইন্টারনেট নিয়ন্ত্রণকারী মালয়েশিয়া কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনও সরাসরি কোনো বিবৃতি দেয়নি।
যদিও নিষেধাজ্ঞার সময়সীমা এবং প্রক্রিয়া এখনও স্পষ্ট নয়, তবে কিছু বিশেষজ্ঞ শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের উপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে সতর্ক করার পরই মালয়েশিয়ায় এই পদক্ষেপ আসছে। এই পদক্ষেপ কার্যকর হলে, এমন উদ্যোগ নেওয়া অস্ট্রেলিয়া এবং ডেনমার্কের সঙ্গে প্রথম দেশ হিসেবে মালয়েশিয়াও অন্তর্ভুক্ত হবে।
অস্ট্রেলিয়ায় আগামী ১০ ডিসেম্বর হাজার হাজার শিশুর অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো নিজেরাই নিষ্ক্রিয় করে দেবে বলে আশা করা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার আইন প্রায় বাস্তবায়নের পর্যায়ে থাকা সত্ত্বেও, কীভাবে এটি কার্যকর করা হবে এবং কতটা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। নিষেধাজ্ঞার সমালোচকরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের মধ্য থেকে একটি ইতিবাচক সম্প্রদায়ও গড়ে তুলতে পারে।
সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম তীব্র নজরদারির মুখে রয়েছে। দেশটিতে বর্তমানে ১৬ বছরের কম বয়সী শিশুর সংখ্যায় ৮ মিলিয়ন। গত মাসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, প্রযুক্তিটি একটি ১৬ বছর বয়সী মেয়ের হত্যার সঙ্গে জড়িত। মেয়েটিকে ১৪ বছর বয়সী এক স্কুলমেট ২০০ বার ছুরিকাঘাত করে হত্যা করে।
গত জানুয়ারিতে সরকার জানিয়েছে যে, মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন মেসেজিং প্ল্যাটফর্মগুলো লাইসেন্স ছাড়া আর চালানো যাবে না। কর্তৃপক্ষ বলেছে, এই পদক্ষেপ শিশুদের বিরুদ্ধে প্রতারণা, সাইবারবুলিং এবং যৌন অপরাধ নিয়ন্ত্রণে সাহায্য করবে।
