কানাডায় লাপু লাপু ফেস্টিভ্যালে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত অন্তত ৯

কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি স্ট্রিট ফেস্টিভ্যালে ঘটে যাওয়া এই ঘটনার সময় 'আরও অনেকে' আহত হয়েছেন।
গাড়ির চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাত ৮টার কিছু পর ইস্ট ফোরটি ফার্স্ট অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটে এক চালক ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের অগ্রগতির হলে আরও তথ্য দেওয়া হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বাৎসরিক লাপু লাপু উৎসব চলাকালীন এই ভয়াবহ ঘটনা ঘটে। এই উৎসব ফিলিপিনো সংস্কৃতির উদযাপন হিসেবে আয়োজন করা হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ঘটনাস্থলে প্রচুর পুলিশ গাড়ি, অ্যাম্বুলেন্স আর দমকল ইঞ্জিন দেখা গেছে। মাটিতে পড়ে থাকা আহত মানুষও দেখা গেছে ওইসব ভিডিওতে। তবে ভিডিও ফুটেজগুলো ভেরিফাই করা যায়নি।
ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এক্সে দেওয়া এক বিবৃতিতে লেখেন, 'আজকের লাপু লাপু ডে ইভেন্টে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনায় আমি স্তম্ভিত এবং গভীরভাবে মর্মাহত।'
তিনি আরও বলেন, 'এই অসম্ভব কঠিন সময়ে আমরা আক্রান্ত সবার, বিশেষ করে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায়ের পাশে আছি ।'