মিয়ানমারে ভূমিকম্পের পূর্বাভাসের নামে আতঙ্ক ছড়ানোর অভিযোগ, টিকটক জ্যোতিষী গ্রেপ্তার

ভাইরাল হওয়া টিকটক ভিডিওতে নতুন ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার নামে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।
শুক্রবার (২৫ এপ্রিল) মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং-এ তার বাড়িতে অভিযান চালিয়ে জন মো থে নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসি'র
গত ৯ এপ্রিল পোস্ট করা ওই ভিডিওটি জন মো বলেছিলেন, আগামী ২১ এপ্রিল মিয়ানমারের প্রতিটি শহরে ভূমিকম্প আঘাত হানবে।
৩০ লাখেরও বেশি ভিউ পাওয়া ওই ভিডিওতে জন মো লোকজনকে অনুরোধ করেন, 'কম্পনের সময় গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে বিল্ডিং ছেড়ে দৌড়ে বেরিয়ে যান।'
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, 'দিনের বেলায় কেউ উঁচু ভবনে থাকবেন না।'
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, 'জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানো'র অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দুর্যোগের সঙ্গে সম্পৃক্ত নিয়ামকগুলোর জটিলতার কারণে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া অসম্ভব।
এ ঘটনায় আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও আতঙ্ক ছড়ানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ইয়াঙ্গুনের এক বাসিন্দা এএফপিকে বলেন, তার অনেক প্রতিবেশী এই ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করেছেন। জন মো থে যেদিন ভূমিকম্প হবে বলেছিলেন, তারা সেদিন তাঁবু খাটিয়ে বাড়ির বাইরে রাত কাটান।
জন মো থের ওই টিকটক অ্যাকাউন্টটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টটিতে ৩ লাখের বেশি ফলোয়ার ছিল।
জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করার দাবি করতেন তিনি।
গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে ৩৫০০ মানুষের মৃত্যু হয় এবং শতাব্দী প্রাচীন বিভিন্ন মন্দির ধ্বংস হয়ে যায়।
ওই ভূমিকম্পে ম্যান্ডালে এবং সাগাইং অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের পর পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মিয়ানমারের জান্তা সরকার বিদেশি সাহায্যের আবেদন জানায়।
এমনকি প্রায় ১,০০০ কিলোমিটার দূরে ব্যাংককেও এর কম্পন অনুভূত হয়, সেখানে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে এবং ডজনখানেক লোক প্রাণ হারান।
এই প্রেক্ষাপটে জন মো থের ভিডিও আরও আতঙ্ক ছড়িয়ে দেয়, যা ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে বিভ্রান্তি ও ভয় সৃষ্টি করে।