কলকাতা থেকে ফিরে গ্রেপ্তার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
রাফি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি। গত বছরের ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, গ্রেপ্তার রাফি কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা সংশ্লিষ্ট চারটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, আগস্ট মাসে নাশকতার পরিকল্পনা ছিল রাফির। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।