হামাসকে ‘সানস অব ডগস’ বলে জিম্মিদের মুক্তির দাবি জানালেন আব্বাস

ফিলিস্তিনি অথোরিটির (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসকে 'সানস অব ডগস' বলে গালি দিয়েছেন। সেইসঙ্গে গাজায় অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতেও গোষ্ঠীটির কাছে দাবি জানিয়েছেন।
গত বুধবার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে টেলিভিশনে সম্প্রচারিত দীর্ঘ এক ভাষণে আব্বাস বলেন, ''সানস অব ডগস', জিম্মিদের মুক্তি দাও।''
আব্বাস বলেন, 'গাজা উপত্যকায় যে ইসরায়েলি গণহত্যা চলছে' তা বন্ধ করাই অগ্রাধিকার। জিম্মিদের মুক্তি না দেওয়ার বিষয়টি ইসরায়েলের এ অঞ্চলে গণহত্যা চালিয়ে যেতে ইসরায়েলের জন্য একটি অজুহাত তৈরি করছে।
ইসরায়েল গণহত্যার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে বলছে, আত্মরক্ষার জন্য গাজায় তাদের যুদ্ধ চলছে। আর তাদের লক্ষ্য একমাত্র হামাস।
দেড় বছর আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর হামাসকে নিয়ে এই প্রথম কড়া ভাষায় বক্তব্য দিলেন আব্বাস।
আব্বাস তার ভাষণে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, গাজা যুদ্ধের ইতি ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ছত্রছায়ায় ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
তিনি গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারেরও বিষয়টিও তার তালিকার অগ্রাধিকার বলে উল্লেখ করেন।
তিনি বলেন, 'হামাসকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে, তাদের সব বিষয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং বৈধ প্যালেস্টিনিয়ান ন্যাশনাল অথোরিটির কাছে হস্তান্তর করতে হবে এবং হামাসকে অস্ত্র বহন থেকে বিরত থাকতে হবে। সেইসঙ্গে হামাসকে এমন একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হতে হবে যা ফিলিস্তিনি রাষ্ট্রের আইন অনুসারে কাজ করব এবং আন্তর্জাতিক বৈধতা মেনে চলবে।