গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাব; তবে সফলতার সম্ভাবনা ক্ষীণ

মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতার হামাসের কাছে গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাবনা তুলে ধরেছে বলে সোমবার (১৪ এপ্রিল) মিশরের রাষ্ট্রীয় টিভি আল কাহেরা নিউজ জানিয়েছে। তবে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, প্রস্তাবের অন্তত দুটি শর্ত তাদের কাছে গ্রহণযোগ্য নয়।
আল কাহেরা নিউজ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মধ্যস্থতাকারীরা হামাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে।
হামাস পরে এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং "যত দ্রুত সম্ভব" তাদের প্রতিক্রিয়া জানাবে।
হামাস তার মূল দাবি পুনর্ব্যক্ত করে বলেছে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় গাজায় যুদ্ধ শেষ করতে হবে এবং ইসরায়েলকে পুরোপুরি অঞ্চলটি থেকে সরিয়ে নিতে হবে। এর আগে, হামাসের শীর্ষ কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, প্রস্তাবটি ফিলিস্তিনি গোষ্ঠীর দাবি পূরণ করেনি; যা হলো ইসরায়েলের পক্ষ থেকে পূর্ণ যুদ্ধবিরতির অঙ্গীকার।
প্রস্তাবটিতে ইসরায়েল প্রথমবারের মতো পরবর্তী ধাপে হামাসের অস্ত্রধারী গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে। হামাস এটি মেনে নেবে না বলে জানিয়েছেন আবু জুহরি। তিনি বলেন, 'প্রতিরোধের অস্ত্র হস্তান্তর করা হলো এক কোটি রেড লাইন, যা বিবেচনা বা আলোচনা করা যাবে না।'
ইসরায়েল এই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
মিশরের রাষ্ট্রীয় তথ্য সেবার প্রধান আল কাহেরাকে বলেন, "হামাস খুব ভালোভাবেই এখন সময়ের মূল্য জানে এবং আমি বিশ্বাস করি, তাদের প্রতিক্রিয়া দ্রুত হবে।"
জানুয়ারির শেষের দিকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হতেই মার্চে ইসরায়েল গাজায় আবারও হামলা শুরু করে।
সোমবার কায়রোতে যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য চলমান আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে বলে ফিলিস্তিনি এবং মিশরীয় সূত্র জানিয়েছে।
হামাসের দাবি, ইসরায়েল যুদ্ধ শেষ করতে এবং গাজা উপত্যকা থেকে তার সেনা প্রত্যাহার করতে অঙ্গীকারবদ্ধ হবে, যা জানুয়ারির শেষের দিকে কার্যকর হওয়া তিন-ধাপের যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল।
ইসরায়েল বলেছে, যতক্ষণ না হামাস নির্মূল হয় এবং গাজায় আটক থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে দেওয়া হয়, তারা যুদ্ধ শেষ করবে না।
আবু জুহুরি বলেন, 'হামাস যুদ্ধ শেষ হওয়া এবং ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের বিনিময়ে একসঙ্গে জিম্মিদের হস্তান্তর করতে প্রস্তুত।'
গত মাসে ইসরায়েল সামরিক অভিযান পুনরায় শুরু করার পর, ইসরায়েলি বাহিনী ১,৫০০ এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এতে শত শত হাজার মানুষকে বাস্তুচ্যুত হয়েছে এবং উপত্যকা দিয়ে আসা সমস্ত সাহায্য ও ত্রান সরবরাহের ওপর অবরোধ আরোপ করেছে ইসরায়েল।
এদিকে, ৫৯ জন ইসরায়েলি জিম্মি হামাসের হাতে আটক রয়েছে। ইসরায়েল বিশ্বাস করে, তাদের মধ্যে মাত্র ২৪ জন বেঁচে আছে।