মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭০০, নিখোঁজ ৩০০

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০০ জনে। এছাড়াও ভয়াবহ এই দুর্যোগে আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত ৩ হাজার ৪০০ জন আহত ও ৩০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ থাকার কথা জানা গেছে।
দেশটির সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং সতর্ক করে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং তার প্রশাসন একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
এদিকে ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ ও উদ্ধারকর্মী পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত, চীন ও থাইল্যান্ড। এছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর ও রাশিয়া থেকেও ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ এক বিবৃতিতে বলেছে, '(ভূমিকম্পে) ধ্বংসের পরিমাণ ব্যাপক এবং মানবিক সহায়তার চাহিদা প্রতি ঘণ্টায় বাড়ছে।'
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) অনুমান অনুযায়ী, মিয়ানমারে যে মাত্রার ভূমিকম্প হয়েছে, তাতে নিহতের সংখ্যা ১০ হাজার হতে পারে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে দেশটির বার্ষিক বাজেটকে।
গত শুক্রবার মিয়ানমারের কেন্দ্রে মান্দালয় শহরের কাছাকাছি স্থানে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তার কয়েক মিনিট পর ৬.৭ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়। গত কয়েক বছরের মধ্যে শুক্রবারের ভূমিকম্পই ছিল মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাগাইং অঞ্চলের মান্দালয় শহরে। রাজধানী নেপিডোতেও ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে।