মক্কার গ্র্যান্ড মসজিদের মাসে বিদ্যুৎ বিল ৪৮ কোটি টাকা!

সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র গ্র্যান্ড মসজিদ পরিচালনার জন্য প্রতি মাসে প্রায় ৪৮ কোটি টাকার বেশি (প্রায় ৪ মিলিয়ন ডলার) বিদ্যুৎ বিল গুনতে হয়। সৌদি সংবাদমাধ্যম আল-ইখবারিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন মসজিদ ও এর সংলগ্ন অবকাঠামো পরিচালনায় প্রায় ১০০ মেগাভোল্ট অ্যাম্পিয়ার বিদ্যুতের প্রয়োজন পড়ে।
সম্প্রতি, গ্র্যান্ড মসজিদের ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন হয়েছে, যার ফলে একসঙ্গে ২০ লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এই সম্প্রসারণের আওতায় আধুনিক প্রযুক্তির বিশাল পরিসরের সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৮ হাজার স্পিকারের সাউন্ড সিস্টেম, ৮ হাজারের বেশি নজরদারি ক্যামেরা, ১ লাখ ২০ হাজার আলোকসজ্জার ইউনিট, ১ লাখ ৫৫ হাজার টন ক্ষমতাসম্পন্ন কুলিং সিস্টেম, ৮৮৩টি এয়ার কন্ডিশনিং ইউনিট, ৪ হাজার ৩২৩টি বায়ু চলাচল ও মিস্টিং ফ্যান, ৫১৯টি এসকেলেটর এবং ১৬টি ভাষায় পরিচালিত ১০০টি ইন্টারঅ্যাকটিভ স্ক্রিন।
মসজিদের এই বিশাল পরিচালন ব্যয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রস্তাব দিচ্ছেন, মক্কার হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বিশেষ ফি আরোপ করে এই ব্যয় বহন করা যেতে পারে, যাতে মসজিদের আধুনিক সুবিধাগুলো দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব হয়।
প্রতিবছর রমজান মাসে সৌদি আরবের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের নানা দেশ থেকে লাখো মুসল্লি গ্র্যান্ড মসজিদে জড়ো হন। বিশেষ করে গত দশ বছরে মুসল্লির সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে কর্তৃপক্ষকে বিশাল জনসমাগম সামলাতে বাড়তি ব্যবস্থা নিতে হয়।