পুতিনের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’, ইউক্রেনীয় সেনাদের প্রাণ বাঁচানোর অনুরোধ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার 'খুব ভালো সম্ভাবনা' রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওয়াশিংটনের 'ফলপ্রসূ' আলোচনার পর ট্রাম্প এ মন্তব্য করলেন।
ট্রাম্প আরও বলেছেন, কুর্স্ক থেকে ইউক্রেনীয় বাহিনীর পিছু হটার কথা উল্লেখ করে তিনি 'চারপাশ থেকে পুরোপুরি ঘিরে' রাখা ইউক্রেনীয় সেনাদের প্রাণ বাঁচানোর জন্য পুতিনকে অনুরোধ করেছিলেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, 'গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে।'
পরে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ট্রাম্পের কথা হয়নি, বরং কথা হয়েছে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পকে 'বার্তা' পৌঁছে দেওয়ার জন্য পুতিন বৈঠকটিতে অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, উইটকফ বিষয়টি নিয়ে আগে ট্রাম্পের সঙ্গে বিস্তারিত আলাপ করবেন। তারপরই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের সময়সূচি ঠিক করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি চান মস্কো ও কিয়েভ দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হোক। তিনি এর আগে সতর্ক করেছেন যে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে এবং এ যুদ্ধে ইতোমধ্যেই উভয়পক্ষের বহু মানুষ প্রাণ হারিয়েছে।
বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মস্কোতে পুতিনের সঙ্গে উইটকফের দীর্ঘ বৈঠক হয়েছে।