যুক্তরাষ্ট্রের ২৯.৮ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্কারোপ করবে কানাডা

কানাডা থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ করায়— কানাডাও ২৯.৮ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্কারোপ করবে বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে তিনি জানান, আজ বুধবারেই এ ঘোষণা আসতে পারে।
প্রসঙ্গত আজ বুধবার থেকেই কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হচ্ছে, যার ওপর আগে শুল্ক অব্যাহতি ছিল। তবে ট্রাম্প প্রশাসন অনুমোদন না করায়– শুল্কমুক্ত কোটা সুবিধার মেয়াদোত্তীর্ণ হয়েছে।
ট্রাম্প বাণিজ্য ঘাটতি কমিয়ে, যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত বাড়াতে চাইছেন। এজন্য বাণিজ্য অংশীদার বিভিন্ন দেশের ওপর শুল্কারোপ করছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ইস্পাত ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী দেশ হচ্ছে প্রতিবেশী কানাডা।
দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ এমন সময়ে উত্তপ্ত হচ্ছে যখন এ সপ্তাহেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দায়িত্ব মার্ক কার্নিকে বুঝিয়ে দেবেন জাস্টিন ট্রুডো।