কানাডার ইস্পাত-অ্যালুমিনিয়ামে শুল্ক দ্বিগুণ বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্প

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা (আমদানি করা) সব ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, তিনি তার বাণিজ্যমন্ত্রীকে পণ্যগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। এটি আগামীকাল বুধবার স্থানীয় সময় সকাল থেকে কার্যকর হবে।
কানাডার অন্টারিও প্রদেশ যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ রপ্তানির ওপর ২৫ শতাংশ সারচার্জ আরোপের পর আজ মঙ্গলবার ট্রাম্পও শুল্ক বাড়ানোর ঘোষণা দিলেন।
যদি কানাডা অন্যান্য গুরুতর, দীর্ঘমেয়াদী শুল্ক প্রত্যাহার না করে, তাহলে আগামী ২ এপ্রিল যুক্তরাষ্ট্রে আসা (আমদানি) গাড়ির ওপর শুল্ক 'উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি' করা হবে বলেও পোস্টে হুমকি দিয়েছেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন দুগ্ধজাত পণ্যের ওপর কানাডার যেই ২৫০ থেকে ৩৯০ শতাংশ শুল্কের বিধান রয়েছে, সেটি কমিয়ে আনতে হবে। আমি শিগগিরই হুমকির মুখে থাকা এলাকাগুলোতে বিদ্যুৎ নিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করব।